Death mystery: বাগানে কীভাবে এল যুবকের দেহ, মহিলার অন্তর্বাসের সূত্র ধরে রহস্যের কিনারা করল পুলিশ!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Death mystery: ২৫ এপ্রিল সমস্তিপুর সদরের অন্তর্গত পুসা থানা এলাকায় মোর্সন্ডে একটি লিচু বাগানে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সমস্তিপুর পুলিশের দাবি যে ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল গোলাপি রঙের মহিলাদের অন্তর্বাস, তার উপর ভিত্তি করেই পুলিশ সমাধান করেছে খুনের রহস্য।
advertisement
1/5

সমস্তিপুর: গত ২৫ এপ্রিল সমস্তিপুর সদরের অন্তর্গত পুসা থানা এলাকায় মোর্সন্ডে একটি লিচু বাগানে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সমস্তিপুর পুলিশের দাবি যে ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল গোলাপি রঙের মহিলাদের অন্তর্বাস, তার উপর ভিত্তি করেই পুলিশ সমাধান করেছে খুনের রহস্য। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছে ওই অন্তর্বাসের উপর ভিত্তি করেই।
advertisement
2/5
ঘটনা নিয়ে সমস্তিপুর সদর পুলিশের এএসপি সঞ্জয় কুমার পাণ্ডে জানিয়েছেন, গত ২৫ এপ্রিল পুসা থানা এলাকার মোর্সন্ডে বাগানে এক মৃতদেহ পাওয়া পাওয়া গিয়েছিল। মৃত ব্যক্তির নাম গৌতম কুমার, বয়স ২৭। ওই যুবকের পরিবার পুসা থানায় লিখিত অভিযোগ জানায়, তারপর পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
3/5
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি গোলাপি রঙের মহিলার অন্তর্বাস উদ্ধার করে, যার উপর সন্দেহজনক দাগ (সীমেনের মতো) পাওয়া যায়। এর ভিত্তিতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অন্য তথ্য।
advertisement
4/5
জানা যায়, মৃত গৌতমের সঙ্গে গ্রামের এক তরুণীর সম্পর্ক ছিল। পুলিশ জানতে পারে, রাতে বাগানে যুবকের সাথে দেখা করতে এসেছিলেন ওই তরুণী। মৃত গৌতম ওই তরুণীকে তাঁ সঙ্গে দিল্লি যেতে বলেন, না হলে আত্মহত্যারও হুমকি দেন। পরে তরুণী দিল্লি যেতে অস্বীকার করলে মৃত যুবক তাঁর প্রেমিকার শাড়ি দিয়ে আম গাছে আত্মহত্যা করেন, এমনটাই দাবি পুলিশের। প্রতীকী ছবি
advertisement
5/5
পরে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধ স্বীকার করে। যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পরে তার প্রেমিকা বাড়ি গিয়ে একটি হাসুয়া নিয়ে আসে এবং তারপর তার শাড়ির ফাঁস কেটে সেখানে থেকে শাড়িটি নিয়ে যায়। ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৩টি মোবাইল, ২টি সিম, ১টি তিন টুকরো করা শাড়ি এবং ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।