ডিএ মামলার হাইভোল্টেজ শুনানি, মঙ্গলবার কী হল সুপ্রিম কোর্টে...? কবে ফের শুনানি? জানুন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
DA Case Update: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ (ডিএ) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ, ১২ অগাস্ট, ২০২৪-এ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
advertisement
1/6

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ (ডিএ) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ, ১২ অগাস্ট, ২০২৪-এ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
advertisement
2/6
কিন্তু এই মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল গরহাজির থাকায় শুনানি সম্ভব হয়নি। আগামী ২৬ অগাস্ট সকালে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা।
advertisement
3/6
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টোয় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি।
advertisement
4/6
এদিন শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। এর ফলে বিচারপতিরা শুনানি মুলতুবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন।
advertisement
5/6
অন্যদিকে, আন্দোলনকারী কর্মীদের আইনজীবীরা এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
advertisement
6/6
আদালত সূত্রে খবর, আগামী ২৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সকালেই এই শুনানি হবে বলে সূত্রের খবর। আন্দোলনকারী কর্মীরা আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনও অজুহাতই আর ধোপে টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কী হতে চলছে সেটাই দেখার অপেক্ষা।