DA Case: 'রাজ্য বলতে পারে না ডিএ দেব না!' বিস্ফোরক মন্তব্য বিকাশের! ইনস্টলমেন্টেও ডিএ দেওয়া হোক, সওয়াল পাটোয়ালিয়ার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
DA Case: ডিএ মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা, রাজ্যকে 'মহাজন' আখ্যা, 'নৈতিক জয়' সরকারি কর্মীদের। বিস্ফোরক মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
advertisement
1/6

ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। এর আগে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সরকার মানেনি।
advertisement
2/6
এই আবহে বুধবার এই মামলার শুনানি চলাকালীন সরকারকে কার্যত 'মহাজন' আখ্যা দিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোল বলেন, 'আপনারা যে কোনও পরিমাণ ডিএ দিতে পারেন। কিন্তু প্লিজ দিন। আপনার ক্লায়েন্টকে (রাজ্য সরকার) বলুন।'
advertisement
3/6
এআইসিপিআই প্রতি মাসে চেঞ্জ হয়। কিন্তু প্রতি মাসে ডিএ চেঞ্জ করা সম্ভব নয়। সেই কারণে কেন্দ্রীয় সরকার বছরে দু'বার ডিএ দেওয়ার কথা ঘোষণা করে। আগে রাজ্যের সরকার এমন করত। পরে তারা বছরে এক বার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পরে এক বছর ছাড়া। এখন ডিএ দেওয়ার কথা বলছেই না রাজ্য।- সওয়াল আইনজীবী পিএস পাটোয়ালিয়া'র, সরকারি কর্মচারী পরিষদ, (বিজেপি)
advertisement
4/6
'বকেয়া ডিএ প্রয়োজনে ইনস্টলমেন্টে দেওয়া হোক। আমরা তাতেও প্রস্তুত', আদালতে সওয়াল পাটোয়ালিয়ার।
advertisement
5/6
'কেন্দ্রীয় হারে ডিএ রাজ্যের বাইরের সরকারি কর্মচারীদের দিয়ে থাকে। তাহলে রাজ্য সরকার aicpi মেনে দিচ্ছে ডিএ। ঠিক এটাই তো রায়ে জানিয়েছে হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। ২০০৯ রোপা রুলেই স্পষ্ট ডিএ দেওয়ার বিষয়টি। পঞ্চম বেতন কমিশন মেনেছে রাজ্য। বছরে ২ বার ডিএ দেওয়ার কথাও জানিয়েছে তারা। এখন এসে রাজ্য বলতে পারে না ডিএ দেব না। ডিএ দেওয়ার রাজ্য সরকারের পদ্ধতি আলাদা রকম হবে।', সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কনফেডারেশনের আইনজীবী৷
advertisement
6/6
বৃহস্পতিবার ফের সবপক্ষকে ১০ মিনিট করে সময় দেবে সুপ্রিম কোর্ট। (রিপোর্টার-- অর্ণব হাজরা)