Cyclonic Circulation IMD: ঘূর্ণাবর্তের ঘনঘটা...! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিরাট রদবদল, শুক্র-শনিবার 'নতুন' সতর্কতা আইএমডি-র
- Published by:Sanjukta Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclonic Circulation IMD: মৌসুমী অক্ষরেখার সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে শিবপুরী সিদ্ধি জামশেদপুর এবং কাঁথি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
1/18

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
advertisement
2/18
এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দু'দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে।
advertisement
3/18
মৌসুমী অক্ষরেখার সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে শিবপুরী সিদ্ধি জামশেদপুর এবং কাঁথি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
4/18
উত্তর প্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে আরব সাগর পর্যন্ত।
advertisement
5/18
মৎস্যজীবীদের জন্য তাই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
6/18
সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আজ বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
7/18
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা সৌরাষ্ট্র কচ্ছ এবং ওড়িশাতে। আগামী দু-তিন দিনে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকবে কর্নাটক তেলেঙ্গানা এবং গুজরাট রাজ্যে।
advertisement
8/18
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন ও গোয়া, মধ্যপ্রদেশ, কেরল, এবং মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং কর্নাটকে।
advertisement
9/18
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
10/18
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
11/18
বৃহস্পতিবার মূলত আংশিক মেঘলা আকাশ দেখা গেল। কোথাও কোথাও ছিল পরিষ্কার আকাশ। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে।
advertisement
12/18
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে রাজ্যে।
advertisement
13/18
গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। আজ ২৯শে অগাস্ট এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে।
advertisement
14/18
*দক্ষিণবঙ্গ*আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
15/18
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ পাঁচ জেলায়। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
advertisement
16/18
*উত্তরবঙ্গ*★পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং-সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
17/18
★আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
advertisement
18/18
কলকাতা:আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুর বিকেলে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কমবে বৃষ্টির পরিমাণ। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।