Cyclonic Circulation IMD: ঝমঝমিয়ে আসছে....! ৬১কিমি/ঘণ্টা বেগে চলবে দমকা হাওয়া, চরম বৃষ্টির সতর্কতা ১২ রাজ্যে, কী হবে বাংলায়? আপডেট দিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclonic Circulation IMD: বুধবার ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের। সর্বশেষ আপডেটে যা জানিয়েছে আইএমডি।
advertisement
1/16

বর্ষার মেগা ব্যাটিং চলছে দেশ জুড়ে। দেশের কিছু জায়গায় ভয়ানক ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে আবার অন্যান্য বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হচ্ছে। ১১ আগস্ট রাত থেকে দিল্লি-এনসিআরের অনেক এলাকায় বৃষ্টিপাত চলছে। মঙ্গলবারও রাজধানী দিল্লির অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত চলে।
advertisement
2/16
আবহাওয়া বিভাগ ১৩ অগাস্টের আবহাওয়ার আপডেট দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী ১৬ অগাস্ট পর্যন্ত দেশের অনেক রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। আপনার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা জেনে নিন।
advertisement
3/16
দিল্লির আবহাওয়া:গত বেশ কয়েকদিন ধরে দিল্লি-এনসিআর-এ মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। আজও এই ধারা অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দিল্লি-এনসিআর-এর আবহাওয়া আপাতত আরামদায়ক থাকবে। ১৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলেই আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত।
advertisement
4/16
আবহাওয়া সিস্টেম:বুধবার ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের। সর্বশেষ আপডেটে যা জানিয়েছে আইএমডি।
advertisement
5/16
পূর্বাভাস বলছে, মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।
advertisement
6/16
অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কচ্ছ এবং অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় অবস্থান করছে।
advertisement
7/16
ভিন রাজ্যের আবহাওয়া:অতিবৃষ্টি বা চরম বৃষ্টির সতর্কতা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এই রাজ্যগুলির কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
advertisement
8/16
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা:অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।
advertisement
9/16
ভারী বৃষ্টির পূর্বাভাস:আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাতে ভারী বৃষ্টির হুঁশিয়ারি।
advertisement
10/16
তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
advertisement
11/16
আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
12/16
বিহার, ঝাড়খণ্ডে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে।
advertisement
13/16
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডে।
advertisement
14/16
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিম মধ্য আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
15/16
৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। পূর্ব মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ও সমুদ্র উত্তাল থাকবে। শ্রীলঙ্কা উপকূল ও কোমোরিনে সমুদ্র উত্তাল হবে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা।
advertisement
16/16
বাংলার আবহাওয়া:মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। বুধবার ১৩অগাস্ট পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী থেকে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।