TRENDING:

Cyclonic Circulation IMD: ফুঁসছে ঘূর্ণাবর্ত...! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৬ রাজ্য! কী হবে বাংলায়? IMD দিয়ে দিল বিরাট আপডেট

Last Updated:
Cyclonic Circulation IMD: ঘূর্ণাবর্তের জের। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু অংশে। এমনটাই জানাচ্ছে IMD র আপডেট।
advertisement
1/14
ফুঁসছে ঘূর্ণাবর্ত...! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে ১৬ রাজ্য! কী হবে বাংলায়?
ঘূর্ণাবর্তের জের। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু অংশে। এমনটাই জানাচ্ছে IMD র আপডেট।
advertisement
2/14
আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/14
একইসঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর-সহ উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায়। কোথাও তুষারপাত কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিমের এই পার্বত্য এলাকায়।
advertisement
4/14
ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং অসম সংলগ্ন এলাকায়। বিহারের ঘূর্ণাবর্ত থেকে মনিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যেটি উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ের উপর দিয়ে গিয়েছে। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কর্ণাটক পর্যন্ত।
advertisement
5/14
অন্যদিকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, মাহে, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।
advertisement
6/14
কী হতে চলেছে বাংলায়? মৌসম ভবনের পূর্বাভাস বলছে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। শুক্র থেকে রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। আজও তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
7/14
তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। পশ্চিমের জেলায় চরম ও তাপপ্রবাহের সতর্কবাণী।আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার।
advertisement
8/14
দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা শুক্রবার থেকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা-সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস।
advertisement
9/14
উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। গরম ও অস্বস্তি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
10/14
দক্ষিণবঙ্গচরম তাপপ্রবাহের সতর্কবার্তা। স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমান। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহ। বাকি সাত জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
advertisement
11/14
রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে।
advertisement
12/14
কলকাতাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। সপ্তাহের শেষে জারি হতে পারে তাপপ্রবাহের সতর্কবার্তা। গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্রবার থেকে রবিবার কলকাতাতেও হিট ওয়েভের আশঙ্কা।
advertisement
13/14
দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শুক্রবার থেকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এই আট জেলায় চরম তাপপ্রবাহের (সিভিয়ার হিট ওয়েভ)সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
14/14
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তাপমাত্রা ও পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হওয়া এতটাই প্রভাব বিস্তার করবে যে রীতিমত জ্বলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। গা-জ্বলুনি গরমে হিট স্ট্রোকের আশঙ্কা।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclonic Circulation IMD: ফুঁসছে ঘূর্ণাবর্ত...! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৬ রাজ্য! কী হবে বাংলায়? IMD দিয়ে দিল বিরাট আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল