ঘূর্ণাবর্ত সক্রিয়! আগামী ৫ দিন ৭ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ঝড়ের সতর্কতা! কী হবে বাংলায়?
- Published by:Tias Banerjee
Last Updated:
Cyclonic Circulation Alert: ঘূর্ণাবর্তের জেরে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৭ রাজ্যে!
advertisement
1/13

ভারতে ফের সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে বহু রাজ্যে বৃষ্টির দাপট বেড়েছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী হবে বাংলায়? (Representative Image: AI Generated)
advertisement
2/13
পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: ▸ ওডিশায় ১৪ ও ১৫ এপ্রিল ভারী বৃষ্টির সম্ভাবনা। ▸ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ১৪ এপ্রিল ভারী বৃষ্টি হতে পারে। ▸ ঝাড়খণ্ডে ১৫ এপ্রিল শিলাবৃষ্টির সম্ভাবনা। (Representative Image: AI Generated)
advertisement
3/13
দক্ষিণ ভারত: ▸ কেরল, মাহে-তে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ▸ তামিলনাডু, পুদুচেরি, তেলেঙ্গানা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে ৩ দিন বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। (Representative Image: AI Generated)
advertisement
4/13
মধ্য ও পশ্চিম ভারত: ▸ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ▸ রাজস্থানে ১৪-১৫ এপ্রিল হিটওয়েভ চলবে, ১৬-১৭ এপ্রিল তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। ▸ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতেও ১৬-১৮ এপ্রিল তাপপ্রবাহের সতর্কতা। (Representative Image: AI Generated)
advertisement
5/13
বাংলায় গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু সেই সঙ্গেই বৃষ্টির ইঙ্গিতও ধরা দিচ্ছে মাঝেমধ্যেই। এপ্রিলের মাঝামাঝি এসে একদিকে যেমন দক্ষিণবঙ্গে চলছে ঝড়বৃষ্টির দাপট, অন্যদিকে উত্তরবঙ্গেও সক্রিয় নিম্নচাপ এবং পাহাড়ি হাওয়ার জেরে তৈরি হচ্ছে বৃষ্টির পরিবেশ। কালবৈশাখী কোথায়, কখন? (Representative Image: AI Generated)
advertisement
6/13
উত্তরবঙ্গ--- রবিবার (১৪ এপ্রিল): ▸ দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ▸ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। (Representative Image: AI Generated)
advertisement
7/13
সোমবার ও মঙ্গলবার (১৫-১৬ এপ্রিল): ▸ ঝড়বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। কিছু পাহাড়ি অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (Representative Image: AI Generated)
advertisement
8/13
বুধবার (১৭ এপ্রিল): ▸ ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। ▸ মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং—সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ▸ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। (Representative Image: AI Generated)
advertisement
9/13
দক্ষিণবঙ্গ--- রবিবার (১৪ এপ্রিল): ▸ কালবৈশাখীর সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ▸ ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। ▸ কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিকেল-রাতে ঝড়বৃষ্টি হতে পারে। (Representative Image: AI Generated)
advertisement
10/13
সোমবার (১৫ এপ্রিল): ▸ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ সব জেলায়। ▸ ৩০-৪০ কিমি গতিবেগে দমকা বাতাস বইবে। ▸ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। (Representative Image: AI Generated)
advertisement
11/13
মঙ্গলবার (১৬ এপ্রিল): ▸ ঝড়ের সম্ভাবনা কমবে, ২-১ পশলা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম অংশে — যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। (Representative Image: AI Generated)
advertisement
12/13
বুধবার (১৭ এপ্রিল): ▸ ঝড়ের সম্ভাবনা সামান্য, হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ কয়েকটি জেলায়। (Representative Image: AI Generated)
advertisement
13/13
পরবর্তী দিনগুলি: ▸ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে প্রবণতা হ্রাস পাবে। ▸ তাপমাত্রা বড়সড় পরিবর্তন হবে না। রোদ উঠলে তাপমাত্রা বাড়বে, বৃষ্টিতে সামান্য কমবে। (Representative Image: AI Generated)