বিদ্যুতের গতিতে আসছে সাইক্লোন বায়ু, নিরাপদ স্থানে বাসিন্দাদের সরানোর কাজ শুরু
Last Updated:
advertisement
1/4

গুজরাতের দিকে ১৭০ কিমি বেগের গতিতে এগিয়ে আসছে সাইক্লোন বায়ু ৷ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, গোয়া, গুজরাটের উপকূলীয় অঞ্চলে। লাল সতর্কতা জারি করা হয়েছে সৌরাষ্ট্র, কচ্ছে (Image: AP)
advertisement
2/4
নিচু এলাকা থেকে তিন লক্ষ মানুষকে সরাছে সরকার। (Image: AP)
advertisement
3/4
কচ্ছ, দ্বারকা, পোরবন্দর, রাজকোট, জুনাগড়, দিউ, গির, সোমনাথ, আমরেলি ও ভাবনগর এলাকার কয়েক লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। (Image: AP)
advertisement
4/4
২৬ কোম্পানি এনডিআরএফকে উপকূল অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও।(Image: AP)