advertisement
1/6

তিতলির জন্য বহু ট্রেনের রুট বদলানো হচ্ছে। তাদের ছাড়ার সময় বদলানো হচ্ছে। বাতিল করা হচ্ছে বহু ট্রেন। বিশেষ করে, দক্ষিণ ভারত থেকে যে ট্রেনগুলি হাওড়ায় আসবে সেগুলির সময় পরিবর্তন করা হচ্ছে। (Photo: News18)
advertisement
2/6
বৃহস্পতিবার ভোরেই ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তিতলি। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন স্টেশনও (Photo: News18)
advertisement
3/6
কয়েকটি জায়গায় খুঁটি উপড়ে পড়েছে লাইনে ৷ তিতলির দাপটে গাছ পড়ে বন্ধ ট্রেন চলাচল ৷ খড়গপুর-খুরদা রোড বন্ধ ট্রেন চলাচল ৷ (Photo: News18)
advertisement
4/6
আজ ও আগামিকালকাল কয়েকটি ট্রেন বাতিল হয়েছে ৷ বাতিল হয়েছে ভুবনেশ্বর-বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস ৷ ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস বাতিল ৷ (Photo; News18)
advertisement
5/6
এছাড়াও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মধ্যে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ মোট ২৮টি ট্রেন বাতিল, যাত্রাপথ গোরানো হয়েছে ৫৮টি ট্রেনের ৷ (Photo: News18)
advertisement
6/6
তিতলির জেরে হেল্পলাইন চালু রেলের হেল্পলাইন নম্বর ৮৪৫৫৮৮৫৯৩৬, ০৬৭৪২৩০১৫২৫, ০৬৭৪২৩০১৬২৫ ৷ (Photo: News18)