TRENDING:

Cyclone Shakti Update: হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় 'শক্তি', শনিবারেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে, ঝড়ের নামকরণ করল কে? পড়ুন

Last Updated:
মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, শনিবারে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান গুজরাতের দ্বারকা থেকে ২৫০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে। ৭ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে
advertisement
1/6
হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় 'শক্তি', শনিবারেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে, ঝড়ের নামকরণ করল কে?
মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, শনিবারে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান গুজরাতের দ্বারকা থেকে ২৫০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে। ৭ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/6
IMD-র তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘শক্তি’ বর্তমানে গুজরাতের নালিয়ার ২৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে, পোরবন্দরের ৩০০ কিমি পশ্চিমে এবং পাকিস্তানের করাচির ৩৬০ কিমি দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ৮ কিমি বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ কিমি পর্যন্ত পৌঁছাচ্ছে। আগামী রবিবার, অর্থাৎ ৫ অক্টোবরের মধ্যে, এই ঘূর্ণিঝড়টি আরব সাগরের মধ্যভাগ অতিক্রম করে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
advertisement
3/6
আবহাওয়াবিদরা মনে করছেন এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়তো সরাসরিভাবে ভারতীয় উপকূলে হবে না, তবে ঝড়ের প্রভাব পড়বে গুজরাত ও মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে, আইএমডি মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়, রত্নাগিরি এবং সিন্দুদুর্গ জেলায় সতর্কতা জারি করেছে, যেখানে ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
ঘূর্ণিঝড়ের নাকরণ করেছে শ্রীলঙ্কা। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর সমন্বিত ব্যবস্থার অধীনে এই নাম নির্ধারিত হয়েছে।
advertisement
5/6
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যত স্থালভাগের দিকে এগোবে হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তাল হবে সমুদ্র। ৫ অক্টোবর পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার। সর্বাধিক হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
advertisement
6/6
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা ৪ অক্টোবর শনিবারেই। ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি। উত্তর মহারাষ্ট্রের উপকূলে ৪৫-৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগেও হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Shakti Update: হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় 'শক্তি', শনিবারেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে, ঝড়ের নামকরণ করল কে? পড়ুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল