গাজার দাপটে ছাড়খাড় গ্রাম থেকে শহর, বিপুল ক্ষয়ক্ষতিতে ধুঁকছে গোটা রাজ্য
Last Updated:
advertisement
1/6

বিধ্বংসী সাইক্লোনে লন্ডভন্ড তামিলনাড়ু উপকূল । নাগাপট্টিনাম ও কারাইকাল জেলায় উপড়ে গিয়েছে গাছপালা, প্রবল ঝড়ে পড়ে গিয়েছে ইলেকট্রিক পোলগুলিও । (Image: PTI)
advertisement
2/6
'গাজা'এর কারণে ক্ষতিগ্রস্ত কুদ্দালোর ও পুথুকোট্টাই জেলাও । নিম্ন-উপকূলবর্তী এলাকাগুলি থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে প্রায় ৮০,০০০ জনকে ।
advertisement
3/6
মৌসম ভবন সূত্রের খবর হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার । সরকারি সূত্রের খবর, অনুমানের চেয়ে অনেক বেশিই ক্ষতি করেছে এই গাজা ।
advertisement
4/6
থিরুভারুর, থাঞ্জাভুর, নাগাপট্টিনাম, কুদ্দালোর, পুদুকোট্টাই, রামনাথপুরম ও কাড়াইকল থেকে প্রায় ১ লক্ষ স্থানীয়কে উদ্ধার করা হয়েছে । ৫২০ টি ত্রাণ শিবিরে রয়েছেন তাঁরা। এঁদের মধ্যে প্রায় ২,০০০ জন শিশুও রয়েছে।
advertisement
5/6
উদ্ধারকাজে নেমেছে প্রায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ১৫,০০০ সদস্য । ভূমিধ্বসের কারণে বিপুল ক্ষতির শিকার হয়েছে পাট্টূকোট্টাই ও আদিরামপট্টিনাম । আগে থেকেই সতর্কতা অবলম্বন অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই জেলাগুলি।
advertisement
6/6
চেন্নাই আবহাওয়া দফতর সূত্রের খবর গাজা বর্তমানে দিন্দিগুল জেলার উপর দিয়ে যাচ্ছে । হাওয়ার গতি প্রায় ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টা । এই মুহূর্তে পশ্চিম দিকে যাত্রা করছে গাজা ।