TRENDING:

Cyclone Asani Update: এক বা দুই নয়, সাইক্লোন অশনির প্রভাব ৮ রাজ্যে, জোর বৃষ্টি ও হাওয়ার দাপট হবে সব ওলটপালট

Last Updated:
আগামী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু , দক্ষিণ তটের অন্ধ্রপ্রদেশে আবহাওয়ায় দ্রুত বদল দেখা যাবে৷
advertisement
1/6
১ বা ২ নয়, সাইক্লোন অশনির প্রভাব ৮ রাজ্যে,জোর বৃষ্টি ও হাওয়ার দাপট হবে ওলটপালট
#কলকাতা: বঙ্গোপসাগরীয় খাঁড়িকে তৈরি হওয়া অশনি সাইক্লোন উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ তবে যত দ্রুত গতিতে এটি এগোচ্ছিল এখন তার চেয়ে কম হয়েছে জলের মধ্যে তার গতি৷ এই শক্তিশালী সাইক্লোনের জেরে ১০ থেকে ১৩ মে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, এবং কেরলেও ভারি বৃষ্টি হবে৷ ভারতীয় মৌসম বিভাগ এই রাজ্যগুলিতে অ্যালার্ট জারি করেছে৷ এর আগে আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ি ৯ থেকে ১২ তারিখ অবধি ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার কথা ছিল৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
2/6
আইএমডি -র ভুবনেশ্বর কেন্দ্রের সিনিয়র আধিকারিক উমাশঙ্কর দাসের মত অনুযায়ি আগামী ৪৮ ঘণ্টায় সাইক্লোন কমজোর হতে শুরু করবে৷ কিন্তু তাহলেও বৃষ্টির থেকে নিষ্কৃতি নেই৷ বরং বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি হবে৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে জোরে হাওয়া বইবে৷ ভারতীয় মৌসম ভবন ট্যুইট করে জানিয়েছে পশ্চিমবঙ্গ, বিহার,তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, অরুণাচলপ্রদেশ, অসম এবং মেঘালয়ে আগামী ৩ দিনে বৃষ্টির সম্ভবনা জারি করা হয়েছে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
3/6
প্রাইভেট ওয়েদার এজেন্সি স্কাইমেট অনুযায়ি সাইক্লোন অশনি উত্তর পশ্চিমের দিকে মুভ করবে৷ যার কারণে আগামী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু , দক্ষিণ তটের অন্ধ্রপ্রদেশে আবহাওয়ায় দ্রুত বদল দেখা যাবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
4/6
স্কাইমেট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল. মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ, উপ হিমালয়ের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অভ্যন্তর ওড়িশা, কেরল, দক্ষিণ কর্ণাটক, রায়লসীমা, এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হবে৷ Photo Courtesy- File
advertisement
5/6
প্রতিবার সাইক্লোনের নাম বিশ্ব মৌসম বিজ্ঞান সংগঠন রাখে৷ অশনি সাইক্লোনের নাম শ্রীলঙ্কা রেখেছে৷ এই নামের মানে রাগ বা ক্রোধ৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
6/6
এদিকে দেশের বিস্তৃর্ণ এলাকায় সাইক্লোন অশনির প্রভাব থাকললেও উত্তর ও মধ্য ভারতে লু প্রবাহিত হবে৷ উত্তরপ্রদেশ , দিল্লি, হরিয়াণা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রে হিটওয়েভের স্থিতি থাকবে৷ তবে অশনির প্রভাবে কিছু কিছু জায়গায় তেজ আঁধি এবং বৃষ্টি হবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Asani Update: এক বা দুই নয়, সাইক্লোন অশনির প্রভাব ৮ রাজ্যে, জোর বৃষ্টি ও হাওয়ার দাপট হবে সব ওলটপালট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল