TRENDING:

Severe Cyclone Alert: সমুদ্রের উপর শ্লথগতি, ক্রমশ শক্তিবৃদ্ধি সাইক্লোনের, ২৪ ঘণ্টায় সাইক্লোন হবে আরও দানব, এখন ঠিক কোথায় দাঁড়িয়ে ফুঁসছে, রইল লেটেস্ট আপডেট

Last Updated:
Severe Cyclone Alert: একটা ২৪ ঘণ্টা সাইক্লোন এতটা শক্তি বাড়াবে যে তছনছ হবে পথে আসা সব
advertisement
1/11
২৪ ঘণ্টায় সাইক্লোন হবে আরও দানব, এখন ঠিক কোথায় দাঁড়িয়ে ফুঁসছে, রইল লেটেস্ট আ
নিম্নচাপ এলাকাটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর অবস্থিত। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২২ অক্টোবর সকালের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। Photo Courtesy- IMD/ X Account 
advertisement
2/11
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ধীরগতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয় এবং তা কেন্দ্রীভূত হয় ০৬০০ UTC-এ ২২ অক্টোবর ৫.৫° উঃ এবং দ্রাঘিমাংশ ৯১.০°পূঃ, প্রায় ৭০০ কিমি দক্ষিণ-পূর্বে এগোচ্ছে৷
advertisement
3/11
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে অতি শ্লথ গতিতে ৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে গত ৬ ঘণ্টায় নিম্নচাপটি এগোচ্ছে৷ এই মুহূর্তে আইএমডি-র শেষ হিসেব পর্যন্ত অতি শক্তিশালী নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ৭০০ কিমি দক্ষিণ পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ৭৫০ কিমি দক্ষিণ পূর্বে, বাংলাদেশের খেপুপাড়ার ৭৩০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
advertisement
4/11
২৩ তারিখ সাইক্লোনে পরিণত হওয়ার পর এই ঝড় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এগোবে৷ ২৪ তারিখের মধ্যে অর্থাৎ ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে এই সাইক্লোন সিভিয়ার সাইক্লোন অর্থাৎ অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷
advertisement
5/11
সমুদ্রের উপর যত শ্লথ হবে সাইক্লোনের গতি ঠিক ততটাই শক্তিবৃদ্ধি হবে এই সাইক্লোনের৷ এদিকে ল্যান্ডফলের সময়ও সামনে চলে এসেছে আগেই, ২৪ তারিখ গভীর রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে সাইক্লোনের ল্যান্ডফল শুরু হবে৷
advertisement
6/11
এখনও পর্যন্ত আইএমডি-র যা পূর্বাভাস তা অনুসারে ল্যান্ডফলের সময় হাওয়ার সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা হবে৷ আর গড় হাওয়ার গতি হবে ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
7/11
আইএমডি ওয়েদার আপডেট অনুসারে ওড়িশার উত্তর ও উত্তর পূর্বদিকের একাধিক জেলায় সাইক্লোনের দাপটে অতি ভারী বৃষ্টিপাত হবে৷ এর জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে৷
advertisement
8/11
রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণাতেও রেড অ্যালার্ট জারি হবে৷ এছাড়া ২৩ তারিখ থেকেই বিভিন্ন ধরণের হাওয়া বওয়া শুরু হবে৷
advertisement
9/11
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে  হাওয়ার গতি  ২২ তারিখ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হবে, গাস্টিং স্পিড ৬০ কিমি প্রতি ঘণ্টা রয়েছে, সেটা ২৩ তারিখ সকালে ৭০ থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা হতে চলেছে, সেটার গাস্টিং স্পিড হবে ১০০ কিমি প্রতি ঘণ্টা রয়েছে৷
advertisement
10/11
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বায়ুর গতি হতে চলেছে ৭০ থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি৷ ঝড় যখন ঝাঁপিয়ে পড়বে সেটার গতি হবে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি হবে৷ Photo Courtesy- IMD/ X Account
advertisement
11/11
এই প্রবল দুর্যোগের প্রভাবে সমুদ্র হবে চরম উত্তাল৷ বিশালাকৃতি ঢেউ আছড়ে পড়বে তটভূমিতে৷ ২৩ তারিখ অতি বিশৃঙ্খল সমুদ্র স্রোত আরও ভয়াবহ আকার নেবে ২৪ তারিখ ও ২৫ তারিখে৷  ফলে সমুদ্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে৷ Photo Courtesy- IMD/ X Account
বাংলা খবর/ছবি/দেশ/
Severe Cyclone Alert: সমুদ্রের উপর শ্লথগতি, ক্রমশ শক্তিবৃদ্ধি সাইক্লোনের, ২৪ ঘণ্টায় সাইক্লোন হবে আরও দানব, এখন ঠিক কোথায় দাঁড়িয়ে ফুঁসছে, রইল লেটেস্ট আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল