TRENDING:

Cyclone Alert: উৎসবের মরশুমেই ঘূর্ণিঝড় সতর্কতা...! রাজ্যে রাজ্যে প্রস্তুতি! কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল হাওয়া অফিসে

Last Updated:
Cyclone Alert: দুর্গাপুজো-দীপাবলির মরসুমেই ঘূর্ণিঝড়ের সতর্কতা। ওড়িশা,গুজরাতে ক্রমশ চোখ রাঙাচ্ছে আবহাওয়ার অশনি সংকেত। বিপর্যয় মোকাবিলা বিভাগগুলিকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে ইতিমধ্যেই। তাহলে কি ঘূর্ণিঝড়ের সংকেত এই রাজ্যেও? জানুন, কী জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
1/11
উৎসবের মরশুমেই ঘূর্ণিঝড় সতর্কতা! রাজ্যে রাজ্যে প্রস্তুতি! কী হতে চলেছে বাংলায়?
দুর্গাপুজো-দীপাবলির মরসুমেই ঘূর্ণিঝড়ের সতর্কতা। ওড়িশা,গুজরাতে ক্রমশ চোখ রাঙাচ্ছে আবহাওয়ার অশনি সংকেত। বিপর্যয় মোকাবিলা বিভাগগুলিকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে ইতিমধ্যেই। তাহলে কি ঘূর্ণিঝড়ের সংকেত এই রাজ্যেও? জানুন, কী জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/11
IMD-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০-১২ অক্টোবরের মধ্যে বিদায় নেবে বর্ষা। সাধারণত, বর্ষা প্রত্যাহারের ৪৫ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে। সেজন্য আগাম প্রস্তুতি শুরু করেছে আবহাওয়া দফতর।
advertisement
3/11
বিশেষ করে ঘূর্ণিঝড়ের ভয়ে ইতিমধ্যেই কাঁটা গুজরাত, ওড়িশার মতো রাজ্যগুলি। নেওয়া হচ্ছে যাবতীয় সতর্কতা। কিন্তু কী হতে চলেছে বাংলার আবহাওয়ায়? পুজোর মুখে ফের কোনও বিপর্যয়ের সম্মুখীন হতে হবে না তো? সিঁদুরে মেঘ দেখছে বাঙালি।
advertisement
4/11
পরের শনিবার মহালয়া। আর তার পরের শনিবারই সপ্তমী। দুর্গাপুজো এবার দোরগোড়ায় কড়া নাড়ছে। এদিকে আকাশের গতিক সুবিধের নয়। প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি লেগে রয়েছে।
advertisement
5/11
সবার মনেই প্রশ্ন, এবার দুর্গাপুজোয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কি ভিজবে? আবহাওয়া কেমন থাকবে? ঘোরার প্ল্যান মাটি হয়ে যাবে না তো? আবহাওয়ার পূর্বাভাস কী পাওয়া যাচ্ছে আলিপুরের হাওয়া অফিস থেকে?
advertisement
6/11
দুর্গাপুজোয় কি ঘূর্ণিঝড় আসছে বাংলায়? অক্টোবর পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা সত্যি মিথ্যে। আবার কয়েকটি ছবিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাতে দাবি করা হচ্ছে যে পুজোর সময় ভারী বৃষ্টি হবে। ঘূর্ণিঝড় আসতে পারে। আদৌও পুজোর সময় কি সেরকম সম্ভাবনা আছে?
advertisement
7/11
আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদদের কিন্তু স্পষ্ট বক্তব্য, এত আগে থেকে নিখুঁতভাবে বলা সম্ভব নয় পুজোর সময় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। মহালয়ার মধ্যে ছবিটা পরিষ্কার হবে।
advertisement
8/11
তবে আপাতত যা ইঙ্গিত মিলেছে, তাতে পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। এমনিতে সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দু'দিন আগেই (১২ অক্টোবর) রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে।
advertisement
9/11
অর্থাৎ পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা বৃষ্টি হয়, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাতে অবশ্য উৎসবমুখী বাঙালিকে দমিয়ে রাখা যাবে বলে মনে হয় না।
advertisement
10/11
পুজোর সময় কি কোনও ঘূর্ণিঝড় আসবে এই রাজ্যে? আবহাওয়াবিদদের বক্তব্য, আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হতে হয়। তা আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে থাকে। আপাতত নিম্নচাপ তৈরির কোনও ইঙ্গিত মেলেনি।
advertisement
11/11
পরিবর্তে পুজোর সময় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। অতিরিক্ত ঘাম বা গরমজনিত অস্বস্তি হবে না। তবে নিখুঁত পূর্বাভাসের জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Alert: উৎসবের মরশুমেই ঘূর্ণিঝড় সতর্কতা...! রাজ্যে রাজ্যে প্রস্তুতি! কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল হাওয়া অফিসে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল