Lockdown 3.0: অরেঞ্জ ও গ্রিন জোনে কী কী খোলা থাকবে, জেনে নিন এক ঝলকে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলকে লকডাউন নির্দেশিকা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
advertisement
1/6

ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা। অরেঞ্জ ও গ্রিন জোনে কিসে ছাড় পাওয়া যাবে জেনে নিন
advertisement
2/6
অনুমতি ছাড়াই একজন যাত্রী নিয়ে ট্যাক্সি, ক্যাব চলবে। শর্ত মেনে জেলা থেকে জেলায় যাতায়াতে অনুমতি।
advertisement
3/6
৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জন যেতে পারবেন। টু-হুইলারে ২ জন যেতে পারবেন
advertisement
4/6
৫০% যাত্রী নিয়ে বাস চালানো যাবে। বাস ডিপো থেকে ৫০% বাস চালানো যাবে
advertisement
5/6
সব পণ্য পরিবহণে অনুমতি। কোনও রাজ্য পণ্য পরিবহণে বাধা দিতে পারবে না
advertisement
6/6
মদের দোকান খোলা থাকবে, তবে জারি থাকবে কিছু শর্ত। দোকানে একসাথে পাঁচ জনের বেশি ভিড় করতে পারবে না। আর দোকানে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে।