TRENDING:

Coronavirus Vaccine : মাথায় হাত সুরাপ্রেমীদের! মদ কিনতে গেলেই লাগবে করোনা টিকার সার্টিফিকেট...

Last Updated:
Coronavirus Vaccine : দ্রুত একশো শতাংশ মানুষকেই টিকা দিতে মরিয়া প্রশাসন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়েও টিকাকরণ করা শুরু হয়েছে।
advertisement
1/8
মাথায় হাত সুরাপ্রেমীদের! মদ কিনতে গেলেই লাগবে করোনা টিকার সার্টিফিকেট...
করোনার জোড়া টিকা না থাকলে দেওয়া হবে না মদ! দুটি টিকা নিতেই হবে। নয়তো কোনওভাবেই মিলবে না মদ (Liquor)। এই মর্মে ঘোষণা করেছে তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার প্রশাসন। অর্থাৎ টিকার সার্টিফিকেট সঙ্গে নিয়ে লাইন দিতে হবে মদের দোকানে। সেই সঙ্গে নিয়ে আসতে হবে আধার কার্ডও। এমন ঘোষণার পরে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক।
advertisement
2/8
প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন? কী উদ্দেশ্য রয়েছে এর পিছনে? জেলার কালেক্টর জে ইনোসেন্ট দিব্যার কথায়, ”অনেকেই বলছেন তাঁরা যেহেতু অ্যালকোহলে আসক্ত, তাই টিকা নেবেন না। এবার তাঁদের মদ কিনতে হলে টিকাকরণের প্রমাণ দেখাতেই হবে।”
advertisement
3/8
জানা গিয়েছে, ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকা নিয়ে ফেলেছেন নীলগিরির ৯৭ শতাংশ মানুষ। অন্তত একটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে বহু লোকেরই। দ্রুত একশো শতাংশ মানুষকেই টিকা দিতে মরিয়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়েও টিকাকরণ করা শুরু হয়েছে।
advertisement
4/8
কিন্তু তবুও সকলকে টিকা দেওয়া যায়নি। কেননা বহু মদ্যপ ব্যক্তিই নাকি টিকা নিতে অস্বীকার করছেন। আর এই কারণেই এমন সিদ্ধান্ত নিল প্রশাসন। যাতে বাধ্য হয়েই টিকা নিতে হয় ওই মদ্যপদের।
advertisement
5/8
করোনার তৃতীয় ঢেউ ধেয়ে আসার আশংকায় কাঁটা হয়ে আছে গোটা দেশ। বড় ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় টিকাকরণ। গত জানুয়ারিতে দেশে টিকাকরণ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দু’টি সংস্থার টিকাকে অনুমোদন দেওয়া হলেও পরে আরও নানা সংস্থার টিকা অনুমোদন পেয়েছে।
advertisement
6/8
এবছরের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। এরই পাশাপাশি বহু রাজ্যের মধ্যেও দ্রুত টিকাকরণ সম্পন্ন করার প্রবণতা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর এই জেলার পদক্ষেপ নজিরবিহীন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
7/8
দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার পার করেছে। সংক্রমণের হার কমলেও বেড়েই চলেছে অ্যাকটিভ কেস। তাতেই বাড়ছে উদ্বেগ। দোর গোড়ায় করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ ঠেকাতে প্রায় সব রাজ্যেই জারি কড়া বিধিনিষেধ।
advertisement
8/8
তবে এসবের মধ্যেই ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস নতুন করে চিন্তায় ফেলছে। কোভিডে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর হাসপাতালের বেড এবং অক্সিজেনের কীভাবে হাহাকার পড়েছিল, তা ভোলেনি দেশ। আর সেই কারণেই নতুন করে অ্যাকটিভ কেসের সংখ্যাটা উদ্বেগ বাড়াচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Coronavirus Vaccine : মাথায় হাত সুরাপ্রেমীদের! মদ কিনতে গেলেই লাগবে করোনা টিকার সার্টিফিকেট...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল