TRENDING:

Coronavirus Durga Puja : পুজোর মুখেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে চাঞ্চল্য...

Last Updated:
Coronavirus Durga Puja : সজাগ থাকতে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এন আই ডি এম।
advertisement
1/7
পুজোর মুখেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে চাঞ্চল্য...
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার আগেই ফের অশনি সংকেত। কেন্দ্রীয় সরকারের গঠিত একটি কমিটি তাদের রিপোর্টে জানাচ্ছে, আগামী অক্টোবরে অর্থাৎ পুজোর মুখে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।
advertisement
2/7
যেমনটা অনেক আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল, তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের ওপর। এ ব্যাপারে‌ সজাগ থাকতে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে তেমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
advertisement
3/7
রিপোর্টে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। সেই কারণেই শিশুদের চিকিৎসা সরঞ্জাম,‌ ওষুধ এবং হাসপাতালে যাবতীয় চিকিৎসা ব্যবস্থা মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের তৈরি থাকতে বলা হয়েছে।
advertisement
4/7
উল্লেখ্য, অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। এমনকী বড়দের মতো একই হারে এবারে আক্রান্ত হতে পারে শিশুরাও। থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগের মাঝেই প্রধানমন্ত্রীর দপ্তরে এই রিপোর্ট জমা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট বা এনআইডিএম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা গঠিত ওই কমিটির রিপোর্টে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে।
advertisement
5/7
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এন আই ডি এম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এও জানিয়েছে যে, করোনার তৃতীয় ঢেউ অক্টোবরে আছড়ে পড়লেও, শুধু শিশুদের ওপরেই তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে এমন কোনও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। তাই অহেতুক আতঙ্কিত হয়ে পড়ার কারণ নেই। তবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
advertisement
6/7
পশ্চিমবঙ্গে অক্টোবরে থাকবে দুর্গা পুজোর মরশুম। এই আবহে অক্টোবরে করোনা ঢেউ শিখরে যাওয়ার কথা বলায় চিন্তিত বিশেষজ্ঞরা। এর আগে গাণিতিক মডেলে গবেষণা করে আইআইটি-র একটি গবেষণাতেও দাবি করা হয়েছিল যে দেশে করোনা সংক্রমণের হার চরমে উঠবে অক্টোবরে।
advertisement
7/7
তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে দুর্গাপুজো ও পুজোর ছুটির পরে স্কুল খোলা নিয়ে কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেদিকেই এখন তাকিয়ে আছেন রাজ্যবাসী।
বাংলা খবর/ছবি/দেশ/
Coronavirus Durga Puja : পুজোর মুখেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে চাঞ্চল্য...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল