আরও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ট্রেনের কামরাগুলিতেই আইসোলেশন ওয়ার্ড বানাল রেল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ট্রেনের কোচে তৈরিও হয়ে গিয়েছে আইসোলেশন ওয়ার্ড
advertisement
1/5

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সারা দেশে করোনায় মৃত উনিশ। আক্রান্ত ৮৭৩। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৯। আর এই মারক ভাইরাসের কথা মাথায় রেখে ট্রেনের বগি গুলোকে আইসোলেশন ওয়ার্ডে বদলানো হচ্ছে।
advertisement
2/5
রেলওয়ের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর রেলে জগাধরি ওয়ার্কশপে ২৮ টি বগিকে আইসোলেশন ওয়ার্ডে বদলানো হয়েছে। রেলওয়ে জানিয়েছে যে, প্রতিটি কোচে ৯টি করে রোগী থাকতে পাড়বে
advertisement
3/5
এখনও পর্যন্ত যা পরিকল্পনা তাতে ২০ হাজার কোচকে এই ভাবে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। এই ছবিটি কামাখ্যা স্টেশনের, সেখানে দারিয়ে রয়েছে আইসোলেশন ট্রেন।
advertisement
4/5
ট্রেনের এই আইসোলেশন সেন্টারগুলিতে ভেন্টিলেটরের ব্যবস্থাও করার চেষ্টা চালাচ্ছে রেলমন্ত্রক।
advertisement
5/5
ট্রেনের প্রতিটি বগির টয়লেটগুলিকে এককরে একটি বাথরুমও বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে আইসোলেশনে থাকা ব্যক্তির কোনও অসুবিধা না হয়।