TRENDING:

Coronavirus Alert India | New Airport Rules: কোভিড উদ্বেগে ফের বিমান যাত্রার নিয়ম বদল কেন্দ্রের! করতে হবে Random RT-PCR Test

Last Updated:
Coronavirus Alert India | New Airport Rules: স্বাস্থ্যবিধি নিয়ে আরও কড়া হচ্ছে মন্ত্রক। শিথিল করোনাবিধির রাশ টানতে এবার নেওয়া হল বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত।
advertisement
1/6
কোভিড উদ্বেগে ফের বিমান যাত্রার নিয়ম বদল কেন্দ্রের! করতে হবে Random RT-PCR Test
বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেস পেরিয়েছে ১ লক্ষ। স্বভাবতই চিন্তা বাড়ছে কেন্দ্রের স্বাস্থ্য দফতরের। উদ্বেগ একটাই, তবে কি চতুর্থ ঢেউ শুধুই সময়ের অপেক্ষা? এবার তাই স্বাস্থ্যবিধি নিয়ে আরও কড়া হচ্ছে মন্ত্রক। শিথিল করোনাবিধির রাশ টানতে এবার নেওয়া হল বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত। প্রতীকী ছবি।
advertisement
2/6
বুধবার কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক নির্দেশিকায় বিমানযাত্রীদের উপর কিছু নয়া নিয়ম জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি আগত আন্তর্জাতিক ফ্লাইট থেকে যাত্রীদের RT-PCR স্ক্রিনিং নিশ্চিত করতে হবে। তবে সব যাত্রীর নয়, বিক্ষিপ্তভাবে ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষা করতে হবে।
advertisement
3/6
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেন। চিঠির মাধ্যমে, রাজ্যগুলিকে সংশোধিত কৌশল  (Coronavirus Alert India | New Airport Rules) বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে বলেছেন তিনি। প্রাথমিকভাবে করোনা যাতে দ্রুত সনাক্ত করা যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। প্রতীকী ছবি।
advertisement
4/6
পাশাপাশি সন্দেহভাজন এবং পজিটিভ কেসগুলি নিয়ে সময়মত ব্যবস্থা নিতে বলা হয়েছে। করোনভাইরাসের (Coronavirus) নতুন রূপের প্রাদুর্ভাবের নিয়ন্ত্রণের উপর দৃষ্টি দিতে বলা হয়েছে। kendriyo স্বাস্থ্য সচিব এদিন আরও বলেন সমস্ত স্বাস্থ্যসেবা সেন্টারগুলিকে ‘ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস’ অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার মতো রোগীর ক্ষেত্রেও রিপোর্ট করা উচিত। প্রতীকী ছবি।
advertisement
5/6
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গতকালের থেকে বেশ অনেকটা বেশি। এর মধ্যে শুধু কেরলেই আক্রান্ত ৪ হাজারের বেশি।
advertisement
6/6
মহারাষ্ট্রের অবস্থাও সুখের নয়। নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। গত সপ্তাহে তা ছিল ৩.৭২ শতাংশ। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Coronavirus Alert India | New Airport Rules: কোভিড উদ্বেগে ফের বিমান যাত্রার নিয়ম বদল কেন্দ্রের! করতে হবে Random RT-PCR Test
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল