TRENDING:

Corona Update India: উদ্বেগ বাড়ছে উৎসবে, গত ২৪ ঘণ্টায় দেশে ফের চড়ল করোনা গ্রাফ, সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন...

Last Updated:
Corona Update India: গত কয়েকদিনে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের নিচে।
advertisement
1/9
উদ্বেগ বাড়ছে উৎসবে, দেশে ফের চড়ল করোনা গ্রাফ! সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন...
উৎসবের মরশুমে যেন করোনা বিধিতে ঢিলেমি না পড়ে যায়, তার দিকে খেয়াল রাখতে হবে। কেন্দ্রের তরফে সাফ বলা হয়েছে। সেই অনুযায়ী রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের নিচে।
advertisement
2/9
তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গ্রাফ বেড়েছে। শেষ একদিনে করোনার জেরে আক্রান্ত হয়েছেন দেশে ২৩,৫২৯ জন। সুস্থ হয়েছেন ২৮,৭১৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩১১ জনের। একনজরে দেখে নেওয়া যাক করোনা গ্রাফ।
advertisement
3/9
বুধবার দেশে সংক্রমিতের সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮৭০ ৷ এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ ৷ গত দু দিন পর পর ২০ হাজারের নিচে নামতে দেখা গিয়েছিল করোনার দৈনিক আক্রান্তের সংখ্য়া। সেই জায়গা থেকে উৎসবের আগে করোনার আক্রান্তের হার নিম্নমুখী করার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রশাসন।
advertisement
4/9
এদিকে, বৃহস্পতিবারের রিপোর্টে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৫২৯ জন। সুস্থ হয়েছেন,২৮,৭১৮ জন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্য়ান এমনটাই বলছে।
advertisement
5/9
একটা সময় দেশের মোট আক্রান্তের সংখ্য়ার ৫০ শতাংশ আক্রান্তই কেরল থেকে এসেছে বলে জানা যায়। সেই জায়গা থেকে শেষ ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ১২,১৬১ জন।
advertisement
6/9
.উল্লেখ্য, করোনার দ্বিতীয় স্রোতের সময় , দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখের কাছাকাছি চলে যায়। যে সময় হাসপাতালে বেড পাওয়া থেকে শুরু করে অক্সিজেন পাওয়া নিয়ে রীতিমতো হন্যে হয়ে ঘুরতে হয়েছে আক্রান্তের পরিবারকে। ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছিল রাজধানী দিল্লিতে।
advertisement
7/9
বিশেষজ্ঞদের মত ছিল সম্ভবত অগাস্ট থেকেই করোনার তৃতীয় ঢেউ জানান দেবে। এরপর সেপ্টেম্বরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানায়, আগামী তিন মাসের মধ্যে দেশে করোনার তৃতীয় স্রোত আছড়ে পড়তে পারে।
advertisement
8/9
ফলে তার জেরে প্রবল সমস্যা দেখা দিতে পারে। তবে সেই গবেষণায় এও বলা হয় যে, করোনার তৃতীয় স্রোত সম্ভবত সেভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারবে না। যার প্রধান কারণ ভ্যাকসিনেশন।
advertisement
9/9
এখনও পর্যন্ত করোনার জেরে দেশে অ্যাক্টিভ কেস ২,৭৭,০২০জন হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে, ৩,৩৭,৩৯,৯৮০ জন। মোট সুস্থ হয়েছেন,৩,৩০,১৪,৮৯৮ জন। মোট মৃতের সংখ্যা ৪,৪৮, ০৬২ জন। এই জায়গায় দাঁড়িয়ে উৎসেবর মরশুমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা এই মুহূর্তে প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ।
বাংলা খবর/ছবি/দেশ/
Corona Update India: উদ্বেগ বাড়ছে উৎসবে, গত ২৪ ঘণ্টায় দেশে ফের চড়ল করোনা গ্রাফ, সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল