বালিগঞ্জ ২১ পল্লীর পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, ৭৪ তম বছরে ক্লাবের থিম 'কর্ম চক্র'
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি পুজোর উদ্বোধন করেন। বোসপুকুর শীতলামন্দির, বোসপুকুর তালবাগান এবং বালিগঞ্জ ২১ পল্লী।
advertisement
1/5

*পুজো আসছে। শুরু হয়ে গিয়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণের পুজো উদ্বোধন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি পুজোর উদ্বোধন করেন। বোসপুকুর শীতলামন্দির, বোসপুকুর তালবাগান এবং ২১ পল্লী।
advertisement
2/5
*এ দিন মুখ্যমন্ত্রী ২১ পল্লীর পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকেন। তাঁর আঁকা ছবি পেয়ে পুজো কমিটির কর্মকর্তারা আবেগাপ্লুত।
advertisement
3/5
* বালিগঞ্জ ২১ শে পল্লীর এবারের থিম 'কর্ম চক্র'। সৃজনে শিল্পী বাপাই সেন। প্রতিমা গড়েছেন শিল্পী অমল পাল। আলোক নির্দেশনার দায়িত্বে দীনেশ পোদ্দার এবং আবহসঙ্গীত করেছেন সৈকত দেব।
advertisement
4/5
*বালিগঞ্জ ২১ শে পল্লী এবারে ৭৪ বছরে পা দিল। পরের বছরটা তাই তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে করোনা আবহে মন্ডপ নির্মাণে অনেকটাই সমস্যা হয়েছে। কিন্তু পড়ের বছরের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ২১ পল্লী।
advertisement
5/5
*পুজো কমিটির কর্মকর্তাদের মোঃতে, সো প্রতিকূলতাকে নস্যাৎ করে উৎসবের মুখরতায়, মাতৃশক্তির আরাধনায় মানুষ চোয়াল শক্ত করেছেন, করোনা মহামারীকে প্রতিহত করার প্রতিজ্ঞায়। সেরকমই প্রান্তিক কিছু মানুষের পাশে থাকার উদ্দেশ্য নিয়ে তাদের এবারে দায়বদ্ধতার পুজো।