TRENDING:

Climate Change Severe Threat: বদলে যাচ্ছে জলবায়ু, হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি, কোথাও প্রবল শীত, মহা বিপর্যয়ের অশনি সংকেতের সামনে দাঁড়িয়ে আপনি-আমি

Last Updated:
Climate Change Severe Threat: বদলে যাচ্ছে জলবায়ু, ভবিষ্যতে কী ঘটবে, জানেন?
advertisement
1/6
বদলে যাচ্ছে জলবায়ু, হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি,প্রবল শীত,মহা বিপর্যয়ের অশনি সংকেত, কী হবে
প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে প্রকৃতি। কোথাও বন্যা, কোথাও ধ্বস, কোথাও আবার বিশাল গরম, এভাবেই চলছে প্রতিদিন। শেষ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর শুধু নয়, বাংলার আবহাওয়া বদলে গেছে বেশ অনেকটা। শীতের প্রভাব কমেছে। বেড়েছে বৃষ্টির পরিমাণ। তবে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা কেন এমন, জানেন?(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
আবহাওয়ার পরিবর্তন ক্ষণস্থায়ী হলেও জলবায়ুর পরিবর্তন দীর্ঘস্থায়ী। দীর্ঘমেয়াদি একাধিক প্রাকৃতিক ঘটনার এবং মানব জাতির কার্যকলাপের কারণে বদল হয় জলবায়ুর। তবে বেশ কয়েকটা দশক পেছনে গেলেই দেখা যাবে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব আজকের দিনের মতো মারাত্মক ছিল না। সাধারণ জনজীবনে কিংবা সমাজে এর প্রভাব ছিল তুলনামূলক ভাবে কম। তবে বর্তমানে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যা রীতিমত ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
পরিবেশ সম্পর্কে এই গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আইআইটি খড়্গপুরের এক বিজ্ঞানী। আগামী একটা শতক এই জলবায়ু পরিবর্তনের কারণে নানান ঘটনা ঘটতে পারে, যে কারণেই আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, অতি বৃষ্টি, কিংবা তাপপ্রবাহের মতো চরমভাবাপন্ন অবস্থা (extreme events) দিন দিন বাড়ছে। যার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্র এবং জীবকূলের উপর। তবে বর্তমান দিনে আরো ভয়ঙ্কর হচ্ছে মিশ্র প্রাকৃতিক দুর্যোগের (compound extreme) প্রভাব।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, জলসম্পদ বিভাগের অধ্যাপক রাজীব মাইতি ও তার গবেষক ছাত্র-ছাত্রীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছেন। জানা গিয়েছে, ১৯৫০ সাল থেকে জলবায়ু পরিবর্তনের একাধিক তথ্য নিয়ে বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুতন্ত্র ও জীবকূলের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছেন।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
অধ্যাপক জানিয়েছেন, শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগের (single extreme event) কারণে নয়, বর্তমান পরিস্থিতিতে একাধিক প্রাকৃতিক দুর্যোগের (compound extreme event) কারণে সাধারণ জনজীবনে ও সমাজের উপর এর প্রভাব আরো মারাত্মক হবে। গবেষণায় দেখা গেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায়, যেমন গাঙ্গেয় সমভূমিতে এই প্রভাব বেশি। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ও এর প্রভাব দেখা গেছে। বেশি প্রভাব পড়বে এরকম এলাকা গুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
জানা গিয়েছে এই কমপাউন্ড এক্সট্রিমের এর কারণে, এই সব হটস্পট এলাকাগুলি সাধারণত বেশি জনবসতিপূর্ণ হওয়ার কারণে একাধিক জলবায়ুর পরবর্তনজনিত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবে আগামী পরিস্থিতিতে এর প্রভাব মারাত্মক। সতর্ক করা হয়েছে বিজ্ঞানীদের তরফে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দেশ/
Climate Change Severe Threat: বদলে যাচ্ছে জলবায়ু, হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি, কোথাও প্রবল শীত, মহা বিপর্যয়ের অশনি সংকেতের সামনে দাঁড়িয়ে আপনি-আমি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল