Cleanest City in India: জানেন, ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? হয়ে গেল ঘোষণা! পশ্চিমবঙ্গের একটি শহরও পেল পুরস্কার, নামটি শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cleanest City in India: বৃহস্পতিবার স্বচ্ছ সার্ভেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'সুপার স্বচ্ছ লিগ শহর'-এর মধ্যে এই শহরটিকেই সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করেছেন।
advertisement
1/6

দেশের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি জানেন। আর এই পরিষ্কার শহরের তকমা একবার কিংবা দু’ বার নয়, এই নিয়ে টানা আটবার খেতাব জিতে নিয়েছে এই শহর।
advertisement
2/6
বৃহস্পতিবার স্বচ্ছ সার্ভেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'সুপার স্বচ্ছ লিগ শহর'-এর মধ্যে এই শহরটিকেই সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করেছেন।
advertisement
3/6
এই নিয়ে পরপর আটবার কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ শীর্ষক বার্ষিক সমীক্ষায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ইন্দোর। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাট।
advertisement
4/6
প্রথম তিনে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্রের নবি মুম্বইও। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ী শহরগুলির কর্তাব্যক্তিদের হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির আয়োজন করে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। ৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যার শহরের তালিকায় সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশের নয়ডা।
advertisement
5/6
এরপর রয়েছে চণ্ডীগড় ও কর্নাটকের মাইসোর। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই সমীক্ষার মূল উদ্দেশ্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং শহরের পরিচ্ছন্নতা ও বাসযোগ্যতা নিয়ে সচেতনতা তৈরি করা। যাতে সাধারণ মানুষ নিজে থেকেই শহরকে পরিষ্কার রাখতে আগ্রহী হয়।
advertisement
6/6
এদিকে, পশ্চিমবঙ্গের মধ্যে বড় শহরগুলি এই তালিকায় জায়গা না পেলও ‘আশাব্যঞ্জক স্বচ্ছ শহর’-এর তকমা পেয়েছে হুগলির বৈদ্যবাটি। বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে পুরপ্রধান পিন্টু মাহাতর হাতে পুরস্কার ও সংশাপত্র তুলে দেয় কেন্দ্রের আবাস ও শহরঅঞ্চল বিষয়ক ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর।