Delhi Red Fort Blast: কেউ বাস কন্ডাক্টর, কেউ ক্যাব চালক..! দিল্লির ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন যাঁরা...! দিশেহারা বহু পরিবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Delhi Blast : দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাতের সেই গাড়ি বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ১০ নভেম্বর সন্ধে ৬টা ৫২ মিনিট নাগাদ ঘটে বিস্ফোরণ।
advertisement
1/5

দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাতের সেই গাড়ি বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ১০ নভেম্বর সন্ধে ৬টা ৫২ মিনিট নাগাদ ঘটে বিস্ফোরণ। সেই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু ঘটেছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন।
advertisement
2/5
দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্যতম অশোক কুমার। উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা ছিলেন তিনি। আটজনের পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী ছিলেন। অশোক পেশায় দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কন্ডাক্টর ছিলেন। স্ত্রী এবং চার সন্তান নিয়ে দিল্লিতে থাকতেন তিনি। তাঁর মা গ্রামের বাড়িতে দাদার সঙ্গে থাকেন।
advertisement
3/5
ওষুধ ব্যবসায়ী অমর কাটারিয়া প্রাণ হারান এই বিস্ফোরণে। তিনি শ্রীনিবাসপুরীর বাসিন্দা ছিলেন, বয়স ৩৪ বছর। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন অমর। লালকেল্লা থেকে প্রায় ৬ কিমি দূরে ভাগীরথ প্রাসাদে তাঁর ফার্মেসি। বাড়ি ফেরার সময় তিনি লালকেল্লার সামনে আসতেই বিস্ফোরণ ঘটে।
advertisement
4/5
বিস্ফোরণে প্রাণ হারান নওমান নামের এক যুবক। উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা তিনি, বয়স ২২ বছর। দিল্লিতে কাজে গিয়েছিলেন। নওমানের এক আত্মীয় অমন তাঁর সঙ্গেই ছিলেন। তিনিও গুরুতর জখম হয়েছেন। প্রাণ হারিয়েছেন বিহারের বাসিন্দা পঙ্কজ সাইনি। তিনি দিল্লিতে ক্যাব চালক হিসেবে কাজ করতেন। চাঁদনি চকে এক যাত্রীকে নামিয়ে ফেরার পর প্রাণ হারান বিস্ফোরণে।
advertisement
5/5
একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়ি থেকে এই বিস্ফোরণ ঘটে বলে তদন্তে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। বিস্ফোরণের আওয়াজও শোনা যায় বহু দূর থেকে। প্রায় ৩ ঘণ্টা সেই সাদা আই২০ গাড়িটি দাঁড়িয়ে ছিল লালকেল্লার পার্কিং লটে। পরে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সেটি সেখান থেকে বেরোয়। কিছুক্ষণ পরেই লালকেল্লার সামনে সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে।