TRENDING:

প্রেমিক ঘরে, কোলে শুয়ে ৩ সন্তানের মা বললেন, 'চিকেন খাওয়াবে?' উত্তর, 'এখন না', তার পর যা হল!

Last Updated:
Chicken: তিন সন্তানের মা বিয়ে ভেঙে প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। একদিন রাতে তিনি প্রেমিকের কাছে মুরগির মাংস চাইলেন। তার পর?
advertisement
1/8
প্রেমিক ঘরে, কোলের শুয়ে রাতে প্রেমিকা বললেন, 'চিকেন খাব...'! এর পর যা হল সাংঘাতিক!
তিন সন্তানের মা, সংসার ভেঙে প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। রাত গভীর, একান্ত মুহূর্তে তিনি প্রেমিকের কাছে করুণ স্বরে বললেন— "চিকেন খেতে ইচ্ছে করছে..." তার পর যা হল! অবিশ্বাস্য।
advertisement
2/8
প্রেমিকাকে সান্ত্বনা দিয়ে প্রেমিক সুনীল প্রতিশ্রুতি দিলেন— "আগামিকাল মুরগি নিয়ে আসব।" কিন্তু নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছিল!
advertisement
3/8
পরের দিন সুনীল মুরগি আনতে ভুলে গেলেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন ওই মহিলা। রাগ, অভিমান, বেদনা— সবকিছু মিলে গেল এক ভয়ঙ্কর পরিণতির পথে।
advertisement
4/8
ঘটনাস্থল পানিপথের কুরাদ গ্রাম। সুনীল, বিহারের এক যুবক, বর্তমানে কুরাদ গ্রামে থাকেন ও কারখানায় কাজ করেন। সেখানেই পরিচয় হয়েছিল নীলামের সঙ্গে— বিবাহবিচ্ছিন্ন তিন সন্তানের মা। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে লিভ-ইন, দুই বছর কেটে গিয়েছিল একসঙ্গে।
advertisement
5/8
কিন্তু ২৮ মার্চ রাতের সেই ছোট্ট অনুরোধ বদলে দিল সবকিছু! সুনীল জানালেন, রাতে বাড়ি ফেরার পর নীলাম মাংসের কথা জানতে চান। কিন্তু তিনি আনতে ভুলে গেছেন শুনেই নীলাম ক্ষুব্ধ হয়ে ঝগড়া শুরু করেন। কিছুক্ষণ বাদে রাগ করে তিনি বেরিয়ে যান।
advertisement
6/8
এদিকে, লিভ-ইন পার্টনারের এই আচরণ সহ্য করতে না পেরে নীলাম এমন এক সিদ্ধান্ত নিলেন, যা বদলে দিল সবকিছু! বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন তিন সন্তানের মা!
advertisement
7/8
নীলামের ছেলে সুনীলকে ফোন করে মায়ের বিষপানের কথা জানায়। মুহূর্তের মধ্যে সুনীল ছুটে যান, হাসপাতালে নিয়ে যান তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকেরা নীলামের অবস্থা সংকটজনক দেখে সিভিল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলাম।
advertisement
8/8
সুনীলের বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ময়নাতদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এক মুহূর্তের অভিমান, একটি অজানা রাগ— জীবন কেড়ে নিল এক নারীর, তিন সন্তানের মাকে।
বাংলা খবর/ছবি/দেশ/
প্রেমিক ঘরে, কোলে শুয়ে ৩ সন্তানের মা বললেন, 'চিকেন খাওয়াবে?' উত্তর, 'এখন না', তার পর যা হল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল