জেএনইউ কাণ্ডে সরব হল বলিউড, ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেএনইউয়ে পড়ুয়াদের উপর হামলা। উত্তাল দেশ। বিক্ষোভে বলিউড তারকারাও।
advertisement
1/5

JNU-র ঘটনার প্রতিবাদে উত্তাল দেশ। বিক্ষোভে সামিল মুম্বই। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একজোট হয়ে জেএনইউ কাণ্ডে সরব হলেন একদল পড়ুয়া, সাধারণ মানুষ ও বলিউড তারকারাও।
advertisement
2/5
প্রতিবাদে গর্জে উঠলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার, রীমা কাগতি, তাপসী পন্নু !
advertisement
3/5
এই প্রতিবাদ একেবারেই অহিংস ৷ কোনও স্লোগান নয়, রাজপথে লম্বা মিছিল নয়, বরং সুধীর মিশ্রা পরিচালিত বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘হাজারো খোওয়াইশে অ্যায়সি’র জনপ্রিয় গান ‘বাওরা মন’ গেয়ে প্রতিবাদকে এগিয়ে নিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷
advertisement
4/5
মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে বিক্ষোভরত পড়ুয়াদের সরিয়ে দিল পুলিশ। তাঁদেরকে আজাদ ময়দানে বিক্ষোভ অবস্থানের ব্যবস্থা করেছে পুলিশ।
advertisement
5/5
তাদের দাবি, বিক্ষোভের জেরে এলাকায় যানজট হচ্ছে। সমস্যায় পড়েছে পর্যটকরাও। তাই পড়ুয়াদের অন্যন্ত সরানোর সিদ্ধান্ত।