পর্দায় অভিনয় করেছিলেন যাঁর 'আন্টি'র ভূমিকায়, বাস্তবে তাঁর গলাতেই মালা দেন তুমুল হিট সিরিয়ালের 'নায়িকা'! 'আট' বছরের ছোট বর... ভেঙে খানখান করে দিয়েছিলেন সামাজিক বাধাও, সবাই চেনে, নাম শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
হিন্দি ধারাবাহিক 'প্যার কি ইয়ে এক কাহানি' মনে পড়ে? ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত টেলিকাস্ট হওয়া এই সিরিয়াল ছিল তুমুল হিট। এই হিন্দি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করেন কিশওয়ার মার্চেন্ট।
advertisement
1/7

হিন্দি ধারাবাহিক 'প্যার কি ইয়ে এক কাহানি' মনে পড়ে? ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত টেলিকাস্ট হওয়া এই সিরিয়াল ছিল তুমুল হিট। এই হিন্দি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করেন কিশওয়ার মার্চেন্ট। একই ধারাবাহিকে অভিনেতা সুয়শ রাই তার ছেলে ভিভিয়ান ডিসেনার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম kishwersmerchanttt)
advertisement
2/7
বাস্তব জীবনে, কিশওয়ার এবং সুয়াশের মধ্যে বয়সের পার্থক্য ৮ বছরের। স্বামী সুয়াশ রাইয়ের থেকে ৮ বছরের বড় ছিলেন এই নায়িকা। 'প্যার কি এক কাহানি' ধারাবাহিকে তাঁদের দু-জনের অভিনয় দর্শকদের কাছে বিপুল প্রশংসিত হয়েছিল।
advertisement
3/7
কিন্তু কেউ ভাবেনি যে তাঁরা দু'জন প্রেমে পড়বেন। শো'তে সুয়াশের 'আন্টি' চরিত্রে অভিনয় করা কিশওয়ার তাঁর থেকে ৮ বছরের ছোট অভিনেতার সঙ্গে বিয়ের ঘোষণা করে সবাইকে চমকে দেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম kishwersmerchanttt)
advertisement
4/7
বয়সের পাশাপাশি দুজনেই ধর্মের বাধাও অতিক্রম করেছেন। তাঁরা সমাজের কথা ভাবেননি, সমাজের শৃঙ্খলও মানেননি। ধর্ম কখনও তাঁদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি, কিশওয়ার এই বিষয়টি বহুবার স্পষ্ট করেছেন। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম কিশওয়ারসমার্চেন্ট)
advertisement
5/7
সুয়াশের বাবা-মা বিরোধিতা করেছিলেন কারণ তাদের হবু পুত্রবধূ ছেলের চেয়ে ৮ বছরের বড় ছিল। বাবা-মাকে বোঝানোর পর, অবশেষে তারা রাজি হয়ে যান। অবশেষে তাদের প্রেম বিয়েতে পরিণতি পায়। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম kishwersmerchanttt)
advertisement
6/7
কোনও ট্রোল বা সমালোচনাকে প্রশ্রয় দেননি তাঁরা। 'পেয়ার কি ইয়ে এক কাহানি' ছাড়াও তিনি 'হিপ হপ হুররে', 'এক হাসিনা থি', 'ইতনা করো না মুঝে প্যায়ার', 'হর মুশকিল কা হাল আকবর বীরবল' এবং 'ক্যাসি ইয়ে ইয়ারিয়ান'-এর মতো জনপ্রিয় শোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।
advertisement
7/7
'ভেজা ফ্রাই ২' (২০০৯) এবং 'মারনে ভি দো ইয়ারোঁ' (২০১১) এর মতো ছবিতেও অভিনয় করেন তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'ডিয়ার ইশক'-এ মায়া কস্তা চরিত্রে অভিনয় করে কিশওয়ার সবার নজর কেড়েছিলেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম kishwersmerchanttt)