তিন তালাক বিলের বর্ষপূর্তি! দেশজুড়ে ঘটা করে পালনের তোড়জোড় বিজেপি-র
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বিজেপি-র তরফে জানানো হয়েছে, একেবারে দলের মণ্ডলস্তর থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ছোট ছোট মিটিংয়ে মুসলিম মহিলাদের সঙ্গে যোগাযোগ করা হবে৷ তিন তালাক আইন উঠে যাওয়ার আগে ও পরে তাঁদের অভিজ্ঞতা শোনা হবে৷
advertisement
1/6

গত বছর ৩১ জুলাই তাত্ক্ষণিক তিন তালাক বিল পাশ হয়েছিল সংসদে৷ সেই দিনের বছরপূর্তি এবার ঘটা করে উদযাপন করতে চলেছে বিজেপি৷ ৩১ জুলাই থেকে ১ অগাস্ট, দেশজুড়ে বিজেপি পালন করবে 'মুসলিম মহিলা অধিকার দিবস' হিসেবে৷
advertisement
2/6
বিজেপি-র তরফে জানানো হয়েছে, একেবারে দলের মণ্ডলস্তর থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ছোট ছোট মিটিংয়ে মুসলিম মহিলাদের সঙ্গে যোগাযোগ করা হবে৷ তিন তালাক আইন উঠে যাওয়ার আগে ও পরে তাঁদের অভিজ্ঞতা শোনা হবে৷
advertisement
3/6
বিভিন্ন ভার্চুয়ালি কর্মসূচি পালন করবে বিজেপি-র মহিলা মোর্চাও৷ দেশের বিভিন্ন অংশের মুসলিম মহিলাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, স্মৃতি ইরানি ও রবি শঙ্কর প্রসাদ৷
advertisement
4/6
#ThankYouModiBhaijaan দিয়ে মুসলিম মহিলাদের তিন তালাক প্রথা উঠে যাওয়ায় কী সুবিধা হয়েছে, তার একাধিক ভিডিও পোস্ট করা হবে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
5/6
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি CNN News18 বলেন, 'বছরের পর বছর ধরে এই মহিলাদের কেউ সুবিচার দেয়নি৷ একটা প্রবল রাজনৈতিক ইচ্ছে দরকার ছিল এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়ার জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সেই কাজটা করতে পেরেছি৷'
advertisement
6/6
সরকারি তথ্য বলছে, ১৯৮৫ সাল থেকে ধরলে, গত এক বছরে ভারতে তিন তালাকের ঘটনা ৮৫ শতাংশ কমে গিয়েছে৷