Bizarre Offer: ক্যাবে একান্ত মুহূর্তে চুমু! আর এরকই অফার দিচ্ছে নাকি, ভাইরাল পোস্ট সোশ্যাল মিডিয়ায়, কাপলরা সকলেই ...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kiss inside vehicle: ক্যাবে বসে গার্লফ্রেন্ডকে কিস করুন, দেখবে না ড্রাইভার, কোথায় দিচ্ছে এই অফার
advertisement
1/7

: ট্যাক্সি নিয়ে একটু বেরোলেন, সঙ্গে প্রেমিকা কিম্বা বান্ধবী৷ পাশে বসে শরীরে শরীর ছুঁয়ে ইচ্ছে হল কি একটু চুমু খেয়ে নিই, কিন্তু না কী করে হবে, ড্রাইভার সিটে বসে থাকা মানুষটি তো মিররে ড্যাবড্যাব করে দেখবে৷ তাহলে ব্যাস ওই পর্যন্তই৷ কিন্তু এ কী সোশ্যাল মিডিয়া পোস্টে তোলপাড়, সেখানে একটি পোস্টে দাবি করা হয়েছে একান্তে ক্যাবের সিটে বসে বিন্দাস চুমু খেতে পারবেন আরোহী৷ Photo- Representative (AI)
advertisement
2/7
ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়েছে, কর্নাটকের বেঙ্গালুরুতে কাপলদের একান্তে চুমু খাওয়ার সুযোগ দিচ্ছে একটি ক্যাব সংস্থা। সংস্থার নাম নাকি ‘স্মুজ়ি’-Schmooze৷ ওই ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন যুগলেরা। চুমু খেতে পারবেন নিজের মতো করে। তবে তার জন্য কয়েকটি শর্ত মেনে চলা অত্যাবশ্যক।
advertisement
3/7
ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন যুগলেরা। নিশ্চিন্তে চুমুও খেতে পারবেন! ফিরেও দেখবেন না চালক। যুগলদের চুমু খাওয়ার ব্যবস্থা করতে এমনই পরিষেবা দিচ্ছে একটি ক্যাব সংস্থা। সম্প্রতি এক্স হ্যান্ডলের একটি পোস্টে তেমনটাই দাবি করা হয়েছে। ভাইরাল হয়েছে সেই পোস্ট৷
advertisement
4/7
তবে কেমন করে চুমু খাওয়া যাবে তার জন্য নিয়মাবলী রয়েছে৷ গাড়ির ব্যাকসিটে চুম্বনের প্রথম শর্ত চুমু খাওয়ার সময় অত্যধিক জোরে আওয়াজ করা যাবে না। পাশাপাশি, ক্যাবে চড়ে কেবল ‘প্রেমের নেশা’ করতে পারবেন গ্রাহকেরা। অন্য কোনও নেশার দ্রব্য নিয়ে উঠলে চালক কড়া ব্যবস্থা নিতে পারেন।
advertisement
5/7
পাশাপাশি ক্যাবে যুগলের উপর নজরদারি চালানোর জন্য কোনও ক্যামেরা থাকবে না বলেও নিশ্চিত করা হয়েছে ওই পোস্টে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসতেই তোলপাড় হয়েছে৷
advertisement
6/7
ভাইরাল সেই পোস্টটি করা হয়েছে ‘অনুষ্কা’ নামের এক্স হ্যান্ডল থেকে এসেছিল। তাতেই বিজ্ঞাপনের ছবিও দেওয়া হয়েছে সেই পোস্টে। ইতিমধ্যেই বহু মানুষ সেই পোস্ট দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
advertisement
7/7
তবে সেই পোস্টকে রিপোস্ট করে ‘স্মুজ়ি’- Schmooze পরে জানিয়েছে, ক্যাবে বসে চুমু খাওয়ার সুযোগ শুধু ১ এপ্রিলের জন্য বৈধ। নেটিজনরা এইটা নিয়ে তোলপাড় করলেও Schmooze গ্রাহকদের বোকা বানাতে বা ‘এপ্রিল ফুল’-র জন্যেই নাকি এই পোস্টটি করেছিল৷ যা অফারটিকে ভুয়ো বলে জানিয়েছে৷ ‘স্মুজ়ি’ এমন একটি ডেটিং অ্যাপ, যেখানে কাপলরা আলাপ করে ডেটিং করতে পারেন৷