Bihar Election Results 2025: মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে ১০,০০০! আর সঙ্গে ‘কট্টা সরকার’... মাত্র ৫টা অঙ্কেই বিহারে বাজিমাত নীতীশের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কারণ, রাহুল গান্ধির নেতৃত্বে বিহারের মহাগঠবন্ধন সরকার ‘ভোট অধিকার যাত্রা’ শুরু করলেও ভোট আসতে আসতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে এসআইআর৷ আর ভোটের আগে রাহুলের ‘ভোট চুরি’ প্রচারও যে জনমানসে প্রভাব ফেলতে পারেনি, তা বলাই বাহুল্য৷
advertisement
1/9

‘দশ হাজারি চুনাব হ্যায়, দুসরি তরফ কাট্টা সরকার হ্যায়’ (একদিকে ১০,০০০ হাজারি নির্বাচন, আরেক দিকে আইনশৃঙ্খলাহীন সরকার)- বিশেষজ্ঞরা বলছেন, এই একটা লাইনই বিহার ভোটের হাওয়া ঘুরিয়ে দিল মোদি-নীতীশের এনডিএ জোটের দিকে৷
advertisement
2/9
একদিকে, যখন বিহারের ১.৩ কোটি মহিলাকে ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ, তখন অন্যদিকে, বারবার প্রতিটা জনসভায় ‘জঙ্গলরাজ’ ফিরে আসার ‘আতঙ্কে’র স্মৃতি উস্কে দিতে থেকেছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর এই ‘গঠবন্ধন’ অভাবনীয় প্রভাব ফেলেছে বিহারের মহিলা ভোটে৷ ইতিহাসে প্রথম, রেকর্ড মাত্রায় (৭১ শতাংশ) ভোট দিতে বেরিয়েছেন মহিলারা৷ মনে করছেন রাজনীতির কারবারিরা৷
advertisement
3/9
রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ভোটের ঠিক আগে আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ১০ হাজার টাকা ঢুকে যাওয়া বিহারের মহিলাদের মনে নীতীশ সরকারের প্রতি নির্ভরযোগ্যতা বাড়িয়েছে৷ এর ঠিক উল্টোদিকে, ফিকে পড়ে গিয়েছে তেজস্বীর মাসে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি৷
advertisement
4/9
‘হামারে গাঁও মে তো ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়’- ভাতা দেওয়ার রাজনীতির পাশাপাশি প্রতিটা গৃহস্থ পরিবারকে ১২৫ ইউনিট পর্যনেত এনডিএ-র বিনামূল্যে বিদ্যুৎ দেওয়াও বিরাট গেম চেঞ্জার হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
5/9
এই সবকিছুর উপরে ‘চেরি অন টপ’ ছিল বিহারের ১.২ কোটি প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করে দেওয়া৷ তাতে নীতীশ কুমারের উপরে ফের ভরসা ফিরে পান বৃদ্ধেরা৷
advertisement
6/9
রোহতাসের একদল প্রবীণ নাগরিককে বলতেও শোনা গিয়েছিল, ‘‘আমরা চাই না নীতীশ কুমার হেরে গিয়ে অবসর নিন৷ আমরা আবার ওঁকে জেতাব৷ উনিই ঠিক করবেন উনি কবে কখন অবসর নেবেন৷’’
advertisement
7/9
ভোটের আগে বিহার গ্রাউন্ড রিপোর্ট বলছিল, জনমানসে বিহারের বেকারত্বের হার নিয়ে যথেষ্ট অসন্তোষ ছিলই৷ যা নীতীশ গত ২০ বছরেও সামলে উঠতে পারেননি৷ কিন্তু, বিশেষজ্ঞেরা বলছেন, জনমানসের সেই উষ্মাকে ভোটের আগে মহিলাদের ১০ হাজার টাকা, বিনামূল্যে বিদ্যুৎ এবং বার্ধক্য ভাতা বাড়ানোর মতো নীতি দিয়ে আড়াল করতে পেরেছে এনডিএ৷
advertisement
8/9
এছাড়াও, প্রচারের ‘মূল ফোকাস’ অরাজকতা থেকে সরিয়ে ‘এসআইআরে’র দিকে নিয়ে যাওয়াও মহাগঠবন্ধন জোটের বড় ভুল ছিল বলে মনে করছেন অনেকে৷ জুলাইয়ে পটনার বুকে শিল্পপতি গোপাল খেমকার খুনের ঘটনার পরে আইনশৃঙ্খলার প্রশ্নে বিরাট সমালোচনার মুখে দাঁড়িয়েছিল নীতীশ সরকার৷ কিন্তু, জনমানসের সেই ক্ষোভকে ভোটবাক্সে টেনে আনতে পারেনি আরজেডি-কংগ্রেস৷
advertisement
9/9
কারণ, রাহুল গান্ধির নেতৃত্বে বিহারের মহাগঠবন্ধন সরকার ‘ভোট অধিকার যাত্রা’ শুরু করলেও ভোট আসতে আসতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে এসআইআর৷ আর ভোটের আগে রাহুলের ‘ভোট চুরি’ প্রচারও যে জনমানসে প্রভাব ফেলতে পারেনি, তা বলাই বাহুল্য৷