TRENDING:

Big Expose on Meerut Murder Case: মার্ডার কী- ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তর কে দেবে, বউয়ের অন্য পুরুষের সঙ্গে লভ অ্যাফেয়ারের কথা জেনে গিয়েছিল সৌরভ, ফিরে এসেছিল কাজ ছেড়ে, নতুন কোন সত্যি বদলে দিচ্ছে ঘটনার মোড়

Last Updated:
Meerut Murder Muskan: কেস প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, একবার মুসকানের উপর যাচ্ছে সব দোষ, আবার এখন ঘুরে গিয়ে সাহিলকেই বলা হচ্ছে মাস্টারমাইন্ড
advertisement
1/9
মার্ডার কী- ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তর কে দেবে, বউয়ের পরকীয় জেনে গিয়েছিল সৌরভ, তারপর..
Big Expose on Meerut Murder Case: রোজই নতুন নাটকের সিনের মতো বদলে যাচ্ছে মুসকানের হাতে সৌরভের খুনের ঘটনা৷ তদন্ত এবং মামলার শুনানি দুই মিলিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য৷ প্রেম করে বিয়ে করা স্বামীর সঙ্গে দাম্পত্যের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিল মুসকানকে৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মুসকানকে ভালবেসে বিয়ে করার জন্য সৌরভ বাড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে চলে এসেছিল৷ এদিকে বিয়ের পরপরই লকডাউন হয়ে যাওয়ায় সে সময় কোনও কাজও ছিল না সৌরভের৷
advertisement
2/9
মুসকানের মা জানিয়েছেন তার মেয়ে খুবই ঘরোয়া ছিল৷  সে সময় সে খুবই কষ্ট করে থাকত৷ দুটো গদির উপর থাকত তারা৷ খাবার কিনে খাওয়ার পয়সা ছিল না, মুসকানের পরিবারই চালিয়েছিল খরচ৷  সে সময়েও সৌরভ ও মুসকানের খুবই ঝগড়া হত৷
advertisement
3/9
এদিকে এরপর মার্চেন্ট নেভির চাকরি পেয়ে যাওয়ার পরেই পুরো পরিস্থিতি বদলে গিয়েছিল৷ বাইরে চলে গিয়েছিল সৌরভ৷ মুসকানের মায়ের মতে এই সময়েই কিছু একটা বড়সড় গলদ হয়ে গিয়েছিল৷ এই সময়েই মুসকানকে বদলাতে শুরু করে সাহিল৷
advertisement
4/9
মুসকানের মায়ের মতে তাঁর মেয়ে খুবই ঘরোয়া ছিল, লেখাপড়ায় মাথা না থাকার কারণে সে নিজেই বলেছিল লেখাপড়াতে তার পিছনে খরচ না করতে৷ সে বাড়ির সব কাজ করত, রান্না করত৷ ফলে এরকম ঘরোয়া মেয়ে কীভাবে নিজের বুদ্ধিতে স্বামীকে নৃশংসতম প্ল্যান করে খুন করে সে৷ পুরোটাই- সাহিল যে এই জঘন্য প্ল্যানিং করেছে৷
advertisement
5/9
এদিকে ঘটনার পরের পর্বে নাকি সৌরভ জেনে গিয়েছিল তার বউ আর সাহিল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে৷ পাশাপাশি তদন্তে উঠে এসেছে বিলেত থেকে মার্চেন্ট নেভির চাকরিও সে ছেড়ে চলে এসেছিল৷
advertisement
6/9
২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ফেরে সৌরভ, ২৫ ফেব্রুয়ারি মুসকানের জন্মদিন ছিল৷ ২৮ ফেব্রুয়ারি পালন করা হয় মেয়ের জন্মদিন৷ ৩ মার্চ মুসকান সৌরভের ডিনারে ঘুমের ওষুধ দিয়ে দেয়৷ সেদিনই গভীর রাতে সাহিলকে বাড়িতে ডেকে নেয়, এবং সেখানেই তাকে হত্যা করে দেয়৷
advertisement
7/9
৪ মার্চ মেয়েকে মায়ের কাছে ছেড়ে সাহিলের সঙ্গে সিমলা যায়৷ ১৭ মার্চ মেরঠে ফেরে সে৷ ১৮ মার্চ পুলিশ ড্রাম থেকে সৌরভের লাশ উদ্ধার করে এবং সাহিল ও মুসকানকে গ্রেফতার করে৷
advertisement
8/9
এদিকে সৌরভকে খুন করে দেওয়ার পরেও সৌরভের ফোন চালু রেখেছিল মুসকান৷ এবং সব মেসেজের রিপ্লাইও করত সে৷ অথচ মুসকানের মা-বাবার দাবি ২ বছর ধরে নেশা করিয়ে করিয়ে মুসকানের ওপর নিজের প্রভাব বাড়িয়ে নিয়েছিল সাহিল৷
advertisement
9/9
এদিকে মুসকানের এই ঘটনায় ৬ বছরের মেয়ের জীবনও বড় প্রশ্নের সামনে দাঁড়িয়েছে৷ ছোট মেয়ে নিজের মতো খেলাধুলোয় ব্যস্ত থাকলেও মাঝে মাঝেই খোঁজ নিচ্ছে বাবা কোথায়, কখনও আবার জিজ্ঞাসা করছে মার্ডার কী৷
বাংলা খবর/ছবি/দেশ/
Big Expose on Meerut Murder Case: মার্ডার কী- ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তর কে দেবে, বউয়ের অন্য পুরুষের সঙ্গে লভ অ্যাফেয়ারের কথা জেনে গিয়েছিল সৌরভ, ফিরে এসেছিল কাজ ছেড়ে, নতুন কোন সত্যি বদলে দিচ্ছে ঘটনার মোড়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল