পাসপোর্ট তৈরি করতে চান ? তাহলে সাবধান থাকুন এই জাল ওয়েবসাইটগুলি থেকে...
Last Updated:
advertisement
1/6

দেশে পাসপোর্ট তৈরির একাধিক জাল ওয়েবসাইট চলছে ৷ এই সাইটগুলি সাধারণ মানুষের কাছে থেকে পাসপোর্ট তৈরির জন্য বেশি টাকা নিয়ে প্রতারণা করে থাকে ৷ এই সমস্ত জাল ওয়েবসাইগুলি সম্বন্ধে বিদেশ মন্ত্রালয় পাসপোর্ট সেবা বিভাগকে অ্যালার্ট করেছে ৷ এই বিভাগের তরফে সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যাতে তারা পাসপোর্ট বানানোর জন্য ভেরিফাইয়েড ও অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ৷
advertisement
2/6
পাসপোর্ট সেবা বিভাগ থেকে এই সমস্ত জাল ওয়েবসাইগুলির নাম প্রকাশ করে সাধারণ মানুষকে সতর্ক করেছে ৷ বিভাগের তরফে জানানো হয়েছে যে তারা যেন ভুলেও নিজেদের ব্যক্তিগত ডেটা ও ব্যাঙ্কের তথ্য এই সমস্ত ওয়েবসাইটে শেয়ার না করে থাকে ৷ এই ওয়েবসাইগুলি পাসপোর্ট বানানো নামে নির্দিষ্ট টাকার থেকে অনেক বেশি টাকা নিচ্ছে ৷
advertisement
3/6
ভুলেও এই জাল ওয়েবসাইটগুলি আপনার মোবাইল ফোন থেকে খুলবেন না ৷ কারণ জাল ওয়েবসাইটের হ্যান্ডে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা চুরি করে নিতে পারবে ৷ বিদেশ মন্ত্রালয়ের পাসপোর্ট সেবা বিভাগ একাধিক জাল ওয়েবসাইটের লিস্ট জারি করেছে ৷
advertisement
4/6
- www.indiapassport.org - www.indiapassport.org - www.passport-seva.in - www.online-passportindia.com - www.passportindiaportal.in - www.passport-india.in
advertisement
5/6
পাসপোর্ট বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট হল www.passportindia.gov.in মোবাইল অ্যাপ হচ্ছে mPassport Seva
advertisement
6/6
পাসপোর্ট বানানোর জন্য অনলাইনে ১৫০০ টাকা লাগে ৷ তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে ৩৫০০ টাকা লাগে ৷ ০-১৫ বছরের বাচ্চাদের পাসপোর্টের জন্য ১০০০ টাকা লাগবে ৷ ১৫ থেকে ১৮ বছরের মধ্যে পাসপোর্ট বানাতে চাইলে লাগবে ১৫০০ টাকা জমা করে ১০ বছরের জন্য পাসপোর্ট বানাতে পারবেন ৷