PV Sindhu News: এবার নির্বাচনে লড়বেন অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু! কোন পদ পেতে মাঠে নামছেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pv Sindhu: ১৭ ডিসেম্বর নির্বাচনে লড়বেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
advertisement
1/6

অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধু এবার নির্বাচনে লড়বেন। শুনে একটু অবাক হলেন বোধ হয়! না সিন্ধু রাজনীতির ময়দানে নামেননি। তবে ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম সামলাতে বড় দায়িত্ব পেতে পারেন সিন্ধু।
advertisement
2/6
বিডব্লিউএফ অ্যাথলিটস ফেডারেশন (BWF Athletes Commission)-এর নির্বাচনে দাঁড়াবেন সিন্ধু। তিনি এখন বালিতে ইন্দোনেশিয়া ওপেন সুপার খেলছেন।
advertisement
3/6
ছটি পদের জন্য ৯ জন অ্যাথলিটকে মনোনিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সিন্ধু। ১৭ ডিসেম্বর স্পেনে হবে এই নির্বাচন।
advertisement
4/6
এর আগে ২০১৭ সালেও নির্বাচনে মনোনিত হয়েছিলেন সিন্ধু। অলিম্পিক্সে দুবার পদকজয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট তিনি।
advertisement
5/6
পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন সিন্ধু। হায়দরাবাদের এই শাটলার ২০২০ অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এর আগে ২০১৬ সালেও পদক জিতেছিলেন তিনি।
advertisement
6/6
২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পিভি সিন্ধু। এবার তিনি প্রশাসক হিসেবেও দায়িত্ব পেতে পারেন।