TRENDING:

উড়ল তেরঙ্গা, পোঁতা হল গাছের চারা, অযোধ্যায় মসজিদের জমিতে হল শুভ সূচনা

Last Updated:
মসজিদটি মৌলভি আহমাদুল্লাহ শাহ -র নামে হবে৷
advertisement
1/4
উড়ল তেরঙ্গা, পোঁতা হল গাছের চারা, অযোধ্যায় মসজিদের জমিতে হল শুভ সূচনা
#: পাঁচ একর প্লটের ওপর তৈরি হবে বাবরি মসজিদ৷ ২০১৯ -র সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিল৷ সেই রায়ের প্রেক্ষিতেই প্রজাতন্ত্র দিবসের দিন নতুন সাইটে বাবরি মসজিদ তৈরি শুরু হওয়ার কথা ছিল৷ আর সেই মতোই শুরু হয়ে গেল কাজ৷ প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷
advertisement
2/4
পাশাপাশি সেই সাইটে বৃক্ষ রোপণ শুরু করা হল৷ NDTV -র রিপোর্ট অনুযায়ি ইন্দো-ইসলামিক ফাউন্ডেশনের (IICF) জাফর আহমেদ ফারুকি পতাকা উত্তোলন করেন৷ চারা গাছ রোপনের সময় হাজির ছিলেন ট্রাস্টের ১২ সদস্য৷ ফারুকি -কে উদ্ধৃত করে বলা হয়েছে জমি পরীক্ষার পর সাইটে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে৷ জমির রিপোর্ট এলে এবং সাইটের ম্যাপ অ্যাপ্রুভ হলেই হবে কাজ৷ এই ধর্মীয় প্রপার্টি তৈরির জন্য অনুদানের আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷
advertisement
3/4
পাশাপাশি সেই সাইটে বৃক্ষ রোপণ শুরু করা হল৷ NDTV -র রিপোর্ট অনুযায়ি ইন্দো-ইসলামিক ফাউন্ডেশনের (IICF) জাফর আহমেদ ফারুকি পতাকা উত্তোলন করেন৷ চারা গাছ রোপনের সময় হাজির ছিলেন ট্রাস্টের ১২ সদস্য৷ ফারুকি -কে উদ্ধৃত করে বলা হয়েছে জমি পরীক্ষার পর সাইটে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে৷ জমির রিপোর্ট এলে এবং সাইটের ম্যাপ অ্যাপ্রুভ হলেই হবে কাজ৷ এই ধর্মীয় প্রপার্টি তৈরির জন্য অনুদানের আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷
advertisement
4/4
মসজিদটি মৌলভি আহমাদুল্লাহ শাহ -র নামে হবে৷ যিনি ব্রিটিশদের বিরুদ্ধে ১৮৫৭ সালের যুদ্ধে জিতেছিলেন৷ তাঁকে অযোধ্যা এলাকায় বিদ্রোহীদের মধ্য আলোকস্তম্ভ মানা হয়৷ আইআইসিএফের ট্রাস্টের সচিব জানিয়েছেন মুঘল সম্রাট বাবরের নাম নিয়েও আলোচনা হচ্ছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
উড়ল তেরঙ্গা, পোঁতা হল গাছের চারা, অযোধ্যায় মসজিদের জমিতে হল শুভ সূচনা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল