TRENDING:

Ayodhya Ram Mandir: বন্ধ হয়ে গেল মন্দিরের গেট, উপচে পড়ছে প্রবল ভিড়, পরিস্থিতি সামলাতে আসরে RAF

Last Updated:
Ayodhya Ram Mandir: পরিস্থিতি এমন হয়ে যায় যে মন্দির চত্বরে পুলিশও প্রবেশ করতে পারছিল না৷  আসলে মন্দিরে , ভক্তরা জানতেন না তাঁরা মন্দির প্রাঙ্গনে কী নিতে পারে এবং কী নয়।
advertisement
1/5
বন্ধ হয়ে গেল মন্দিরের গেট, উপচে পড়ছে প্রবল ভিড়, পরিস্থিতি সামলাতে আসরে RAF
: রামলালার পবিত্র প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সকালে সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে৷ রামমন্দিরে রামলালার দর্শনের জন্য ভিড় উপচে পড়ে৷ সকাল ৭ টার সময় থেকে দর্শন শুরু হয়৷ এরপরেই প্রবল ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষ একেবারে নাজেহাল হয়ে যায়৷
advertisement
2/5
ফলে পরিস্থিতি সামাল দিতে প্যারা মিলিটারি ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে৷ প্রায় পৌনে নটা নাগাদ মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু মন্দির থেকে বাইরে যাওয়ার রাস্তা খোলা রাখা হয়েছিল৷ ব্যারিকেড লাগিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ এই মুহূর্তে ভিতরে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়েছে৷ Photo- AP
advertisement
3/5
মঙ্গলবার সকালে অযোধ্যার মহামন্দিরে পুজোর পর যখন সাধারণ ভক্তদের জন্য রাম লালার দরজা খুলে দেওয়া হয়, তখন বিশ্বাসে ভর দিয়ে লক্ষ লক্ষ ভক্তের বন্যা বইয়ে যায়। সকাল ৩টা থেকে লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মন্দির চত্বরে মোতায়েন নিরাপত্তা কর্মীদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এরপর মোতায়েন করা হয় র‌্যাপিড অ্যাকশন ফোর্স। এরপর কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়।
advertisement
4/5
পরিস্থিতি এমন হয়ে যায় যে মন্দির চত্বরে পুলিশও প্রবেশ করতে পারছিল না৷  আসলে মন্দিরে , ভক্তরা জানতেন না তাঁরা মন্দির প্রাঙ্গনে কী নিতে পারে এবং কী নয়। লকারের ব্যবস্থা আছে, তবে মঙ্গলবার সকালে যে পরিমাণ ভিড় হয়েছে তার আন্দাজে সেই লকার কম সংখ্যক৷  পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে নিরাপত্তা রক্ষাবাহিনী। রামলালাকে দর্শনের সময়ও বাড়ানো যেতে পারে। আজ রামলালার পুজোর প্রথম দিন, যার কারণে ভিড় প্রচুর।
advertisement
5/5
মোবাইল ফোন ও একাধিক জিনিসপত্র নিয়ে দর্শনের জন্য আসা বহু মানুষ ছিলেন, যাদের দর্শন না করেই ফিরতে হয়েছে। এই মুহূর্তে ট্রাস্টকে সঠিকভাবে নিশ্চিত করতে হবে যে ভক্তরা কী কী জিনিস নিয়ে দর্শন করতে পারবে তা সেখানে লেখা আছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Ayodhya Ram Mandir: বন্ধ হয়ে গেল মন্দিরের গেট, উপচে পড়ছে প্রবল ভিড়, পরিস্থিতি সামলাতে আসরে RAF
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল