Ayodhya Deepotsav: অযোধ্যা দীপোৎসবে বিশ্বরেকর্ড, সরযূর তীরে জ্বলল ২২ লক্ষ প্রদীপ! দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Ayodhya Deepotsav: ২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান অযোধ্যায়।
advertisement
1/9

ফের একবার বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যার দীপোৎসব। দীপাবলি উদযাপনে এবার ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে।
advertisement
2/9
উৎসবের সপ্তম বর্ষে সরযূ নদীর তীরে বিশাল এই আয়োজন করা হয়।
advertisement
3/9
২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান।
advertisement
4/9
নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়।
advertisement
5/9
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর বিশ্বরেকর্ডের মর্যাদা দেন। তখনই অযোধ্যাজুড়ে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে।
advertisement
6/9
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই উৎসবে অংশ নিয়েছিলেন। সে বছর ১৫ লক্ষ ৭৬ হাজার দীপ জ্বালানো হয়েছিল।
advertisement
7/9
এ বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
advertisement
8/9
সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে এদিন অনুষ্ঠানও হয় সরযূর তীরে।
advertisement
9/9
আলোর এই উৎসব বিশ্বের ১০০টি দেশে লাইভ দেখানো হয়েছে।