TRENDING:

১০দিনে ১১টি, ২ বছরে ১৮৪! সিংহের রহস্যমৃত্যু গুজরাতের গির অভয়ারণ্যে

Last Updated:
advertisement
1/5
১০দিনে ১১টি, ২ বছরে ১৮৪! সিংহের রহস্যমৃত্যু গুজরাতের গির অভয়ারণ্যে
একের পর এক সিংহ মরে যাচ্ছে গুজরাটের গির অরণ্যে৷ এশিয়াটিক লায়নের সবচেয়ে বড় বিচরণ ভূমিতে হাহাকার৷ গত তিন দিনে মৃত্যু হয়েছে ৩টি সিংহের৷ প্রতিটি সিংহের মৃত্যু রহস্যজনক৷ একটি মৃত্যুও স্বাভাবিক নয়৷
advertisement
2/5
জানা গিয়েছে, সিংহের মৃত্যু আরও বাড়তে পারে৷ আরও সিংহের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে জঙ্গলের মধ্যে৷ গোটা এলাকা স্ক্যান করছে গুজরাটের বনদফতর৷ গির পূর্ব শাখার ডেপুটি ফরেস্ট কনসার্ভেটর পি পুরুষোত্তম News18-কে জানিয়েছেন, গিরের দলখনিয়া ফরেস্ট রেঞ্জে গত তিন দিনে ৩টি সিংহের দেহ উদ্ধার হয়েছে৷ দেহগুলি পচে গিয়েছে৷ আমরা তদন্ত করছি৷
advertisement
3/5
বনদফতরের এক আধিকারিক জানিয়েছেন, মৃত সিংহগুলির বয় ১ থেকে ৭ বছরের মধ্যে৷ গোটা বিশ্বে একমাত্র গির অরণ্যেই এশিয়াটিক সিংহ পাওয়া যায়৷ ২০১৫ সালের সেনসাস বলছে, গিরে ৫২৩টি সিংহ রয়েছে৷ চলতি বছরের মার্চে গিরে পরপর সিংহের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে গুজরাট হাইকোর্ট৷
advertisement
4/5
দেখা যাচ্ছে, গত ২ বছরে গিরে ১৮৪টি সিংহের মৃত্যু হয়েছে৷ বেশির ভাগ মৃত্যুই অস্বাভাবিক৷
advertisement
5/5
গুজরাট বিধানসভায় দেওয়া তথ্য বলছে, গত দু বছরে সিংহ, সিংহ শাবক ও লেপার্ড মিলিয়ে মোট ২৬৫টি বিগ ক্যাট-এর মৃত্যু হয়েছে গির অরণ্যে৷
বাংলা খবর/ছবি/দেশ/
১০দিনে ১১টি, ২ বছরে ১৮৪! সিংহের রহস্যমৃত্যু গুজরাতের গির অভয়ারণ্যে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল