ক্রমেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'মন্থা'! ১১০ কিলোমিটার বেগে হতে পারে 'ল্যান্ডফল'! প্রস্তুত সেনা থেকে NDRF! এই রাজ্যের স্কুল কলেজ বন্ধ সোমবার পর্যন্ত!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন তথা আইএমডি।
advertisement
1/8

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন তথা আইএমডি।
advertisement
2/8
ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানরত নিম্নচাপ পশ্চিমদিকে সরে গিয়ে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
advertisement
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর (রবিবার) নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৭ অক্টোবর (সোমবার) সকালে এটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের দিকে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূলে আঘাত হানতে পারে।
advertisement
4/8
সে সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
advertisement
5/8
এদিকে, বঙ্গোপসাগরে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি পর্যালোচনার জন্য জাতীয় সঙ্কট ব্যবস্থাপনা কমিটির (NCMC) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সচিব টি. ভি. সোমনাথন ।
advertisement
6/8
বৈঠকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং ওড়িশার মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন। তাঁরা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পথ ও প্রভাব বিবেচনায় রাজ্য প্রশাসনের তরফে নেওয়া সতর্কতামূলক ব্যবস্থা এবং জনসুরক্ষার প্রস্তুতির বিস্তারিত তথ্য কমিটিকে অবহিত করেন।
advertisement
7/8
আবহাওয়া দফতর উপকূলবর্তী এলাকা ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।একইসঙ্গে ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলা দফতর এই গোটা বিষয়টির উপর নজর রাখছে বলে জানিয়েছে।
advertisement
8/8
এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, "ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মধ্য আরব সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে।"