TRENDING:

Article 370: উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহার, দেশ জুড়ে প্রতিবাদ মিছিল বামেদের

Last Updated:
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ অনৈতিক ও অসাংবিধানিক ৷ এমনটাই বক্তব্য বামেদের ৷
advertisement
1/4
Article 370: উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহার, দেশ জুড়ে প্রতিবাদ মিছিল বামেদের
কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বাতিল করল কেন্দ্র। অর্থাৎ উপত্যকার বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। অর্থাৎ জম্মু ও কাশ্মীরে নতুন ইতিহাস তৈরির পথে হাঁটল মোদি সরকার। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় বামেরা ৷
advertisement
2/4
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ অনৈতিক ও অসাংবিধানিক ৷ এমনটাই বক্তব্য বামেদের ৷ এই সিদ্ধান্ত ও কাশ্মীরে বিজেপি নেতা-নেত্রীদের গৃহবন্দির প্রতিবাদে এদিন দিল্লি ও কলকাতাতে প্রতিবাদ মিছিল করেন বামেরা ৷
advertisement
3/4
এছাড়া ৭ অগাস্ট মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ মিছিলের ডাক বামেদের ৷
advertisement
4/4
‘এটা শুধু জম্মু ও কাশ্মীরের ঘটনা নয়, এটা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের উপর আক্রমণ,’ ট্যুইটে প্রতিক্রিয়া বামেদের ৷ রাষ্ট্রপতির নির্দেশে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ। সংসদ ও সুপ্রিম কোর্টকে এড়িয়ে যেভাবে এই কাজ হল, তাতে ভবিষ্যতে নতুন সমস্যা তৈরির আশঙ্কায় আইনি বিশেষজ্ঞরা। নির্বাচিত সরকার ও বিধানসভা না থাকার সুযোগ নিয়ে ৩৭০ ধারা খারিজের কৌশল নেয় কেন্দ্র। কিন্তু সাংবিধানিক ভাবেই তা নিয়েও এখনও অনেক ধোঁয়াশা।
বাংলা খবর/ছবি/দেশ/
Article 370: উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহার, দেশ জুড়ে প্রতিবাদ মিছিল বামেদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল