ছোট বৌমার হাত ধরে নীতা আম্বানি, অনন্ত-রাধিকার বাগদানে জমজমাট অ্যান্টিলিয়া
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত ডিসেম্বরে রাজস্থানে অনুষ্ঠিত হয় অনন্ত-রাধিকার ‘রোকা’
advertisement
1/5

সাজোসাজো রব অ্যান্টিলিয়ায়! রং-রঙিন, ঝলমলে! আজ বাগদান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের।
advertisement
2/5
মহা
advertisement
3/5
আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে হবু বউমার ‘আরাঙ্গেত্রম’ অনুষ্ঠান মহা জাঁকজমক করে পালন করেছিলেন আম্বানি দম্পতি।
advertisement
4/5
গত ডিসেম্বরে রাজস্থানে অনুষ্ঠিত হয় অনন্ত-রাধিকার ‘রোকা’। মুম্বইয়ে ফেরার পর তাঁদের মহা ধুমধামে স্বাগত জানানো হয়। আলোর মালায় সেজে উঠেছিল অ্যান্টিলিয়া। পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান এবং সলমন খানের মতো বলিউডের তারকারা।
advertisement
5/5
অনন্ত পড়াশোনা করেছেন আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে, রাধিকা নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক । বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন এনার্জি ব্যবসা চালাচ্ছেন মুকেশ আম্বানি। এই ব্যবসার দায়িত্বই পেতে চলেছেন ছোট ছেলে অনন্ত। প্রশিক্ষণও চলছে। শুধু তা-ই নয়, জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডেও রয়েছেন তিনি।