TRENDING:

Amrit Bharat Station Scheme: অমৃত ভারত স্টেশন স্কিম! ম্যাজিকের মতো বদলে যাচ্ছে দেশের ১২৫৭ স্টেশনের রূপ! আজ কোন কোন স্টেশনে অমৃতের ছোঁয়া? দেখুন তালিকা

Last Updated:
Amrit Bharat Station Scheme: অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্বাঞ্চলের জন্য 'পুনঃবিকশিত' হচ্ছে মোট ৫৬'টি রেলওয়ে স্টেশন।
advertisement
1/8
অমৃত ভারত স্টেশন স্কিম! ম্যাজিকের মতো বদলে যাচ্ছে ১২৫৭ স্টেশন, আজ কোথায় কোথায়?
অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্বাঞ্চলের জন্য 'পুনঃবিকশিত' হচ্ছে মোট ৫৬'টি রেলওয়ে স্টেশন।
advertisement
2/8
এবার উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় মত একাধিক মহলে নেওয়া হয়েছে যুগান্তকারী সিদ্ধান্ত।  রেলওয়ে পরিকাঠামোগুলিকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে একটি চমকপ্রদ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ৬ অগাস্ট, ২০২৩ তারিখে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
advertisement
3/8
অসমের মাননীয় রাজ্যপাল ও অসমের মাননীয় মুখ্যমন্ত্রী নারেঙ্গি স্টেশনে উপস্থিত থেকে আয়োজিত অনুষ্ঠানের শোভা বাড়াবেন। অন্যদিকে নাগাল্যান্ডের মাননীয় রাজ্যপাল ও ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী যথাক্রমে ডিমাপুর ও উদয়পুর রেল স্টেশনে উপস্থিত থাকবেন।
advertisement
4/8
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সময় সাংসদ, স্থানীয় বিধায়ক ও সমাজের প্রখ্যাত ব্যক্তিরা রাজ্যের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন স্টেশনে উপস্থিত থাকবেন।
advertisement
5/8
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৫৬টি স্টেশনের মধ্যে অসমের ৩২টি। অন্যানগুলির মধ্যে ত্রিপুরায় ৩টি, পশ্চিমবঙ্গে ১৬টি, বিহারে ৩টি এবং নাগাল্যান্ড ও মেঘালয়ে একটি করে স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
6/8
১৯৬০ কোটি টাকা এই ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে কিছু প্রধান স্টেশন হলো অসমের নারেঙ্গি, জাগীরোড, ডিব্রুগড়, শিবসাগর টাউন; ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট; পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা; বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসোই জং, নাগাল্যান্ডের ডিমাপুর এবং মেঘালয়ের মেন্দিপাথার।
advertisement
7/8
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ভারতীয় রেলের রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নের জন্য সম্প্রতি অমৃত ভারত স্টেশন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের অধীনে দীর্ঘমেয়াদি পদ্ধতিতে ক্রমাগত স্টেশনগুলির উন্নয়নের বিবেচনা করা হয়েছে।
advertisement
8/8
ভারতীয় রেল যাত্রীদের জন্য উত্তম ও উন্নত সুযোগ-সুবিধা-সহ উত্তর পূর্বাঞ্চলের রেল পরিকাঠামোর আধুনিকীকরণের প্রতিশ্রুতি এই স্কিমের অধীনে উন্নয়নের মাধ্যমে প্রতিফলিত হবে। দেশের এই অংশে মানুষ যাতায়াতের জন্য নির্ভর করে থাকে রেল যোগাযোগ ব্যবস্থার উপর। তারই আরও এক ধাপের সূচনা হতে চলেছে আগামী দিনে।
বাংলা খবর/ছবি/দেশ/
Amrit Bharat Station Scheme: অমৃত ভারত স্টেশন স্কিম! ম্যাজিকের মতো বদলে যাচ্ছে দেশের ১২৫৭ স্টেশনের রূপ! আজ কোন কোন স্টেশনে অমৃতের ছোঁয়া? দেখুন তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল