TRENDING:

বিহারে বিনা নোটিসে নাম বাদ যাবে না কোনও ভোটারের! SIR-এর মাঝে সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন

Last Updated:
SIR নিয়ে টালমাটাল পরিস্থিতি বিহারে তার মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না।
advertisement
1/5
বিহারে বিনা নোটিসে নাম বাদ যাবে না কোনও ভোটারের!
SIR নিয়ে টালমাটাল পরিস্থিতি বিহারে তার মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না। ওই হলফনামায় জানানো হয়েছে, ওই রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিস দেওয়া হবে।রা (Representative Image)
advertisement
2/5
ওই নোটিসেই উল্লেখ থাকবে, কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় আরও জানানো হয়েছে, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এমন কোনও ব্যক্তির যদি নাম বাদ যায় সেক্ষেত্রে তিনি তাঁর সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।
advertisement
3/5
প্রসঙ্গত, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই ওই রাজ্যে শুরু হয়েছে 'বিশেষ নিবিড় সমীক্ষা' বা (এসআইআর)। গত ১ অগাস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।
advertisement
4/5
গত ৬ অগাস্টের শুনানিতে অন্যতম মামলাকারী পক্ষ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ৬৫ লক্ষ ভোটারের নাম স্বচ্ছভাবে বাদ দেওয়া হয়নি। কী কারণে নাম বাদ দেওয়া হল তা জানতে চান আইনজীবী প্রশান্ত ভূষণ।
advertisement
5/5
এরপরেই সেই মামলায় আদালতে হলফনামা জমা দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তালিকায় সংযোজন এবং বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে নতুন তথ্য ফের তুলে দেওয়া হবে জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
বিহারে বিনা নোটিসে নাম বাদ যাবে না কোনও ভোটারের! SIR-এর মাঝে সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল