TRENDING:

Alert: আপনি দু'চাকা বা চার'চাকার গাড়ি চালান! পেট্রোল ও ডিজেল ভরানোর লিমিট বেঁধে দিল এই রাজ্য সরকার

Last Updated:
Alert: খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, 'দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।'
advertisement
1/6
আপনি দু'চাকা বা চার'চাকার গাড়ি চালান! পেট্রোল ও ডিজেল ভরানোর লিমিট বেঁধে দিল..
: আপনি নিজের গাড়ি ব্যবহার করে যাতায়াত করেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গাড়ি একবারে কতটা তেল গাড়িতে ভরতে পারবে তার জন্য নিয়ম স্থির করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷   এই নিয়ম অনুসারে একটি দ্বিচক্র যান বা টু হুইলার প্রতিদিন মাত্র ২০০ টাকার এবং একটি চার চক্রযান বা ফোর হুইলার গাড়ি প্রতিদিন মাত্র ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল ভরাতে পারবে৷ Photo- File 
advertisement
2/6
ত্রিপুরা সরকার পেট্রোল এবং ডিজেল ক্রয়-বিক্রয়ের সীমা নির্ধারণ করেছে। এর অধীনে টু হুইলারের মালিকরা প্রতিদিন মাত্র ২০০ টাকা আর চার চাকার গাড়ি মাত্র ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন৷  রাজ্যে আসা পণ্য ট্রেনগুলির গতি ব্যাহত হওয়ার কারণে হঠাৎই  জ্বালানি তেল ঘাটতির আশঙ্কায়  সরকার এই পদক্ষেপ নিয়েছে। Photo- File
advertisement
3/6
অসমের জাটিঙ্গায় বড়সড় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ  অবশ্য শেষ হয়ে গেছে এবং ২৬ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে  তবে জাটিঙ্গা হয়ে ট্রেন পরিষেবা এখনও রাতে বন্ধ রাখা হয়েছে৷ Photo- File
advertisement
4/6
খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী বললেন, ‘‘রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে পেট্রোল ও ডিজেলের সরবরাহ কমে গেছে এবং তাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানি-পেট্রোল ও ডিজেলের ওপর ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ Photo- File
advertisement
5/6
খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, 'দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।' Photo- File
advertisement
6/6
এদিকে পাবলিক ভেহিকেলের জন্য দিনে একটি বাসে মাত্র ৬০ লিটার ডিজেল বিক্রি করতে বলা হয়েছে যেখানে মিনি বাস, অটো রিক্সা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে এই সীমা হবে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার। Photo- File
বাংলা খবর/ছবি/দেশ/
Alert: আপনি দু'চাকা বা চার'চাকার গাড়ি চালান! পেট্রোল ও ডিজেল ভরানোর লিমিট বেঁধে দিল এই রাজ্য সরকার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল