TRENDING:

মারণ নেশা! স্যানিটাইজার খেয়ে মৃত্যু বাড়ছে অন্ধ্রপ্রদেশে, পরিস্থিতি খুব খারাপ

Last Updated:
অন্ধ্রপ্রদেশ পুলিশের রিপোর্ট বলছে, প্রায় ২৩০ জন ব্যক্তিকে দেখা গিয়েছে, তারা স্যানিটাইজারের নেশায় বুঁদ৷ অন্ধ্রের প্রকাসম জেলায় একাধিক ব্যক্তিকে দেখা গিয়েছে, স্যানিটাইজার খাচ্ছেন৷ ওই জেলায় গত সপ্তাহে স্যানিটাইজার খেয়ে প্রায় ১৬ জন মারা গিয়েছেন৷
advertisement
1/6
মারণ নেশা! স্যানিটাইজার খেয়ে মৃত্যু বাড়ছে অন্ধ্রপ্রদেশে, পরিস্থিতি খুব খারাপ
করোনা ভাইরাস আর্থিক সঙ্কটের সঙ্গে মানুষের জীবনযাপনও বদলে দিচ্ছে৷ নানা বিচিত্র ঘটনা ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে৷ তার মধ্যে অন্যতম হল, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার নেশা করার প্রবণতা৷ অন্ধ্রপ্রদেশে বহু মানুষ স্যানিটাইজার খেয়ে ফেলছেন৷
advertisement
2/6
অন্ধ্রপ্রদেশ পুলিশের রিপোর্ট বলছে, প্রায় ২৩০ জন ব্যক্তিকে দেখা গিয়েছে, তারা স্যানিটাইজারের নেশায় বুঁদ৷ অন্ধ্রের প্রকাসম জেলায় একাধিক ব্যক্তিকে দেখা গিয়েছে, স্যানিটাইজার খাচ্ছেন৷ ওই জেলায় গত সপ্তাহে স্যানিটাইজার খেয়ে প্রায় ১৬ জন মারা গিয়েছেন৷
advertisement
3/6
পুলিশ জানতে পেরেছে, গত ২৯ জুলাই ওই জেলায় স্যানিটাইজার পার্টিও হয়৷ সেখানে স্যানিটাইজার খায় অনেকে৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ৩৬ বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে স্যানিটাইজার নেশা করে৷
advertisement
4/6
স্যানিটাইজার খেয়ে মৃ্ত্যুর ঘটনা ঘটেছে, বিশাখাপত্তনম, পশ্চিম গোদাবরী, গুন্টুর, বিজয়ওয়াড়া ও কাডাপায়৷ জেল স্যানিটাইজারের দাম বেশি৷ তরল স্যানিটাইজারের দাম কম৷ তাই কম দামে কিনে মদের বদলে স্যানিটাইজারই খাচ্ছে অনেকে৷
advertisement
5/6
এই ঘটনার সূত্রপাত লকডাউন থেকে৷ প্রথম লকডাউনে দেশের সব মদের দোকান বন্ধ ছিল৷ তখন থেকেই স্যানিটাইজার খাওয়ার প্রবণতা বাড়ে অন্ধ্রপ্রদেশে৷ এখনও অন্ধ্রপ্রদেশে অনেক জায়গায় মদের দোকান বন্ধ৷ মদ্যপরা নেশার জ্বালায় স্যানিটাইজার খেয়ে ফেলছে৷
advertisement
6/6
পুলিশ এখন স্যানিটাইজার আসক্তদের চিহ্নিত করে তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
মারণ নেশা! স্যানিটাইজার খেয়ে মৃত্যু বাড়ছে অন্ধ্রপ্রদেশে, পরিস্থিতি খুব খারাপ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল