TRENDING:

Ajit Pawar Political Journey: আঁখের কো-অপারেটিভ থেকে উপ মুখ্যমন্ত্রী! মহারাষ্ট্রের পওয়ার পলিটিক্সে কাকা শরদের ছায়া থেকে বেরিয়ে ক্ষমতা বুঝিয়েছিলেন ‘দাদা’ অজিত

Last Updated:
২০১৯ সালের নভেম্বরে, অজিত কিছু সময়ের জন্য বিজেপির সাথে সরকার গঠনের জন্য দলত্যাগ করেন...যে সরকার মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এটি ছিল এনসিপি পরিবারের মধ্যে প্রথম প্রকাশ্য ফাটল।
advertisement
1/9
আঁখের কো-অপারেটিভ থেকে উপমুখ্যমন্ত্রী! গড়েছিলে কাকা শরদের ‘প্যারালাল ইউনিভার্স’
অজিত পওয়ার৷ মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ধরে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তি৷ ভিন্ন ভিন্ন দল সরকার গড়েছে, কিন্তু, তিনি ওই পদেই দায়িত্ব সামলেছেন৷ মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
advertisement
2/9
আঁখ উৎপাদনের জন্য প্রখ্যাত বারামতী৷ বিগত ৩ দশক ধরে এই বারামতী ঘিরেই দিনে দিনে বেড়ে উঠেছিল অজিত পওয়ারের রাজনৈতিক জীবন৷ তখনও তাঁর কাকার রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন৷ এই বারামতীই তরুণ অজিত পওয়ারকে দিয়েছিল নিজস্ব সাম্রাজ্য৷ শিখেছিলেন রাজনীতি এবং ক্ষমতার খেলা৷ গড়ে তুলেছিল কড়া রাজনীতিবিদ হিসাবে৷ পরে যিনি মহারাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট পুনর্গঠনে অন্যতম মূল ভূমিকা তৈরি করবে৷
advertisement
3/9
১৯৫৯ সালে ২২ জুলাই জন্ম অজিত অন্তরাও পওয়ারের৷ বাবার নাম অন্তরাও এবং মা আশাতাই পওয়ার৷ শরদ পওয়ারের বড় ভাই ছিলেন অজিত পওয়ারের বাবা৷ অর্থাৎ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের নিজের ভাইপো হলেন অজিত পওয়ার৷ নিজের কাকাকে মাটি থেকে ধীরে ধীরে প্রথমে রাজ্যের এবং পরে জাতীয় নেতা হয়ে উঠতে দেখেছেন অজিত৷ তাঁর রাজনীতির ময়দানে আসাও অনেকটাই কাকার দ্বারা প্রাভাবিত হয়েই৷
advertisement
4/9
অজিত পওয়ারের বাবা ফিল্মমেকার ভি শন্তারামের সঙ্গে কাজ করতেন৷ তাঁর ভাইয়ের নাম শ্রীনিবাস এবং বোন বিজয়া পাটিল৷
advertisement
5/9
১৯৮২ সালে আঁখ কোঅপারেটিভ সেক্টরের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি অজিত পওয়ারের৷ এরপর ১৯৯১ সালে তিনি পুণে জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান নিযুক্ত হন এবং তার কিছুদিন পরেই বারামতী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা শুরু করেন৷ তারপরের কয়েক দশক এটাই ছিল তাঁর স্ট্রংহোল্ড৷
advertisement
6/9
পদমর্যাদার উন্নতির সাথে সাথে অজিত একাধিক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বেশ কয়েকবার উপ-মুখ্যমন্ত্রী হন। বছরের পর বছর ধরে, তিনি বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্র জুড়ে নিজের একটি স্বাধীন সাম্রাজ্য তৈরি করেন। তবে, তাঁর উত্থানের সাথে সাথে পরিবারের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বও ঘটে৷ কারণ, সুপ্রিয়া সুলে এবং রোহিত পওয়ারের মতো নতুন নেতারাও প্রাধান্য লাভ করতে শুরু করেছিলেন ততদিনে।
advertisement
7/9
২০১৯ সালের নভেম্বরে, অজিত কিছু সময়ের জন্য বিজেপির সাথে সরকার গঠনের জন্য দলত্যাগ করেন...যে সরকার মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এটি ছিল এনসিপি পরিবারের মধ্যে প্রথম প্রকাশ্য ফাটল।
advertisement
8/9
কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে এই ভাঙন স্থায়ী হয়ে যায়, যখন অজিত পওয়ার আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেন বিধায়কদের একটি অংশকে নিয়ে... এবার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে। এই পদক্ষেপের ফলে এনসিপি বিভক্ত হয়ে যায়। নির্বাচন কমিশন তাঁর দলকে দলের নাম এবং প্রতীক প্রদান করে।
advertisement
9/9
কিন্তু, সম্প্রতি পুর নির্বাচনের আগে ফের জোটসঙ্গী বিজেপির সঙ্গে বিভেদ তৈরি হচ্ছিল বলে ওঠে গুঞ্জন৷ পুর নির্বাচনে একাই লড়েছিলেন তিনি৷ কিন্তু, পুণের পুর নির্বাচনে হারাতে হয় পওয়ার৷ জেলা পরিষদ নির্বাচনের আগে তাই নিজের জায়গায় বারমতী থেকেই জনসভা শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন৷ কিন্তু, সেখানেই শেষ হল তাঁর ৬৬ বছরের জীবন৷
বাংলা খবর/ছবি/দেশ/
Ajit Pawar Political Journey: আঁখের কো-অপারেটিভ থেকে উপ মুখ্যমন্ত্রী! মহারাষ্ট্রের পওয়ার পলিটিক্সে কাকা শরদের ছায়া থেকে বেরিয়ে ক্ষমতা বুঝিয়েছিলেন ‘দাদা’ অজিত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল