Ajit Pawar Last Rites: কাঁপা হাতে সম্পন্ন করলেন বাবার শেষকৃত্য! চোখের জলে প্রিয় ‘দাদা’ অজিত পওয়ারকে বিদায় জানালেন সমর্থকেরা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
advertisement
1/9

অগুনতি মানুষের ভিড়৷ যে বারামতীতে রাজনৈতিক কর্মসূচির কাজ সারতে এসেছিলেন৷ সেখানেই বৃহস্পতিবার সম্পন্ন হল তাঁর শেষকৃত্য৷ পুণের প্রিয় ‘দাদা’কে চোখের জলে বিদায় জানালেন তাঁর সমর্থকেরা৷ ছবি PTI
advertisement
2/9
বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ পুণের বারামতীতে একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় মারা যান মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা অজিত পওয়ার৷ এদিন বারামতীতেই হয় তাঁর শেষকৃত্য৷ উপস্থিত রইলেন তাঁর স্ত্রী সিনেত্রা পওয়ার ও পার্থ এবং জয়৷ ছিলেন কাকা শরদ পওয়ার ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলেও৷ ছবি PTI
advertisement
3/9
বৃহস্পতিবার বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে স্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর দুই ছেলে পার্থ এবং জয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে আবেগঘন শেষ বিদায় জানান৷
advertisement
4/9
পার্থ এবং জয়, দৃশ্যত কাঁপতে কাঁপতে, পুরোহিতদের নির্দেশ অনুসরণ করে, বাবার শেষকৃত্য সম্পন্ন করেন৷ তখন, সমর্থকদের মধ্যে কারওকে দেখা গেল চোখের জল মুছতে, কেউ আঁকড়ে ধরে থাকলেন ছবি এবং দলীয় পতাকা।
advertisement
5/9
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অজিত পওয়ারের শেষকৃত্যে যোগ দেন। এসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিলাসরাও
advertisement
6/9
বারামতী তালুক থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে পুণে গ্রামীণ পুলিশ। "পুণে গ্রামীণ পুলিশ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রাণহানির ঘটনায় বারামতী তালুক থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করেছে। তদন্ত শুরু হয়েছে৷’’
advertisement
7/9
এদিন অজিত পওয়ারের মরদেহ শোভাযাত্রার জন্য বের করার সময় সমর্থকেরা অহল্যাবাই হোলকার সরকারি মেডিক্যাল কলেজের বাইরে জড়ো হয়েছিলেন৷ তারপর শহর জুড়ে ঘুরেশেষে বিদ্যা প্রতিষ্টান মাঠে গিয়ে শেষ হয় সেই যাত্রা৷ সকাল ১১ টায় শুরু হয় শেষকৃত্যের পর্ব৷
advertisement
8/9
১৯৫৯ সালের ২২ জুলাই আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্মগ্রহণকারী করেন অজিত পওয়ার। মাটির রাজনীতি থেকে উঠে আসা অজিত কাকা শরদ পওয়ারের ছত্রছায়ায় থেকেও স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছিলেন৷ ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি৷ বারামতীর ৮ বারের বিধায়ক ছিলেন৷
advertisement
9/9
মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷