TRENDING:

Pakrau Biye: এরকমও বিয়ে হয়, একজনের বিয়ের বরযাত্রী গিয়ে পাঁচজন ফিরল নতুন বউ নিয়ে, তারপর

Last Updated:
Pakrau Biye: বরযাত্রী যাচ্ছেন নাকি, বিয়ে না হলে সাবধান কিন্তু, জোর করে বিয়ে দেওয়া হতে পারে আপনারও, তারপর আপনার কী হবে...
advertisement
1/9
এরকমও বিয়ে হয়, একজনের বিয়ের বরযাত্রী গিয়ে পাঁচজন ফিরল নতুন বউ নিয়ে...
জোর করে ধরে বিয়ে দেওয়া- হিন্দিতে পাকাড়াউ বিয়ে বলে যা বিহারে খুবই জনপ্রিয়৷  ৮০/৯০-র দশকে, বন্দুকের গুলিতে বরকে অপহরণ করে তাঁকে দিয়ে জোর করে বিয়ে করানোর প্রথা শুরু হয়েছিল পাকড়াউ বিয়াহ নামে। এই বিয়ে বিহারকে আলাদা একটা জায়গায় পৌঁছে দেবে৷  বিশেষ করে ভূমিহার ও রাজপুত সম্প্রদায়ে এইধরণের বিয়ে খুবই জনপ্রিয়৷  তবে শুরু থেকে এই দুই বর্ণে এই ধরনের বিয়ে দেখা গেলেও এরপর সব জনজাতিতেই বিখ্যাত হয়েছিল এই ধরনের বিয়ে৷ Photo- Representative
advertisement
2/9
২০২৪ সালে ফের একবার এই পাকড়াউ বিয়ে ফিরে এল। যেখানে রাজস্ব কর্মচারী, বিএসসি শিক্ষকসহ অনেক সরকারি কর্মচারী ও ঠিকাদার পরিবারের ছেলেদের বিয়ে জোর করে বন্দুকের নলের সামনে রেখে করানো হয়েছে৷ জেনে নিন প্রথবার বিহারে যখন জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল৷ এই গল্প এখনও প্রতি বিহারীর মুখে মুখে ফেরে৷ লোকমুখে আজও জোর করে বিয়ে দেওয়ার সেই গল্প ভাইরাল৷ Photo- Representative
advertisement
3/9
দুই দিনের মধ্যেই ভারতে শুরু হতে যাচ্ছে বিয়ের মরশুম। এমন পরিস্থিতিতে, কেউ যদি নিজেদের মুখের সামান্য বলিরেখা বা সূক্ষ্ম রেখার কারণে বিরক্ত হয়, বা মাথা ও চোখের কাছের ত্বক সঙ্কুচিত হয়ে যায়, তাহলে আর টেনশন নেওয়ার কোনও দরকার নেই। কারণ বোটক্সের মাধ্যমে এই পেশিগুলিকে টানটান করা যেতে পারে। যার কারণে সূক্ষ্ম রেখা এবং বলিরেখা অবিলম্বে অদৃশ্য হয়ে যাবে।
advertisement
4/9
এই বরযাত্রীদের দলের থেকে ৫টি ছেলেকে জোর করে তুলে বন্দুক ধরে জোর করে বিয়ে দেওয়ানো হয়। পরের দিন, বরযাত্রীরা যখন গ্রামে ফেরেন তখন গ্রামের লোকেরা দেখেন এক কনের পরিবর্তে পাঁচ -পাঁচটি কনে হাজির৷ যা দেখে চমকে ছিটকে যান তাঁরা৷ Photo- Representative
advertisement
5/9
এরপর জানা যায় একজন নয়, বিয়ে হয়েছে ৫ জনের। নব্বইয়ের দশকের সেই বিয়ের নাম হয় পাকড়াই বিহা- অর্থাৎ পাকড়াউ বিয়ে। প্রথম সেই জোর করে ধরে বিয়ে দেওয়া গ্রামের নাম এখন পাকড়াউ বিহা নামেও পরিচিতি পায়। Photo- Representative
advertisement
6/9
যারা বিয়ে করেছে তাদের সবার ভাগ্য বদলে গেছে।গ্রামবাসীদের মতে, যাঁরা এভাবে বিয়ে করেছে তাদের সবার ভাগ্যই বদলে গেছে। ৩০ বছর পর বিহারে যেখানে প্রথম পাকড়াউ বিয়ে হয়েছিল সেই গ্রামে লোকাল 18 পৌঁছয়৷ Photo- Representative
advertisement
7/9
প্রথম বিয়েতে হাজির থাকা সুবোধ কুমার সিং বলেন, কিছু ছেলে পড়াশুনো করছে আর বিয়ের পর পাঁচ বরের সবাই চাকরি পেয়েছে। যার মধ্যে একজন বর ছিলেন রাজীব সিং, অন্য বর হলেন ডক্টর সুশীল কুমার সিং যিনি এই বছর মারা গেছেন। Photo- Representative
advertisement
8/9
তৃতীয় বর ছিলেন ধর্মেন্দ্র কুমার সিং এবং চতুর্থ বর ছিলেন সরোজ কুমার সিং। যদিও গ্রামবাসীরা পঞ্চম বরের নাম প্রকাশ করলেও তার নাম খবরে না বলার অনুরোধ করায় সেদিনের সেই পাঁচ পাত্রের চারজনেরই খালি পরিচিতি পেলেন নিউজ ১৮ বাংলার পাঠকেরা৷ Photo- Representative
advertisement
9/9
একটা বিয়ে করতে গিয়ে পাঁচ জনের বিয়ে হওয়া এবং গ্রামে একসঙ্গে পাঁচজনের নতুন বউ আসার এই গল্প ইন্টারনেটে সবচেয়ে ভাইরাল রিল , এটাও কী জানতেন৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Pakrau Biye: এরকমও বিয়ে হয়, একজনের বিয়ের বরযাত্রী গিয়ে পাঁচজন ফিরল নতুন বউ নিয়ে, তারপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল