advertisement
1/6

১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামার সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় শহিদ হয়েছিলেন ৪২ সেনা জওয়ান । পাক-মদতপুষ্ট জঈশ গোষ্ঠী হামলার দায় স্বীকার করার পর উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাক সম্পর্ক । ২৭ ফেব্রুয়ারি MiG-21 বিমানটি পাক সেনা দ্বারা মিসাইল বিদ্ধ হয় ও পাক সেনার হাতে বন্দি হন এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ।
advertisement
2/6
রাতারাতি দেশের নায়ক হয়ে ওঠেন এয়ার উইং কমান্ডার অভিনন্দন । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক যেখানে দেখা যায় রক্তাক্ত ও চোখ বাঁধা অবস্থাতেই নির্ভয়ে পাক সেনার প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি।
advertisement
3/6
। অভিনন্দনের ভিডিও শেয়ার করে Geneve Convention ও লঙ্ঘন করেছে পাক সেনা-এই বিতর্কও শুরু হয় ।তবে এইসবের মধ্যে নির্ভয়ে নিজের জায়গায় অটল থেকেছেন এয়ার উইং কমান্ডার ।যুদ্ধকালীন পরিস্থিতিতে অসম সাহসিকতার নিদর্শন দেখিয়েছিলেন অভিনন্দন।
advertisement
4/6
২১ জুন, ১৯৮৩ সালে কাঞ্চিপুরমে জন্ম অভিনন্দনের । তাঁর বাবা বায়ুসেনার OF-8 এয়ার মার্শাল ও তাঁর মা একজন চিকিৎসক । তাঁর মা একাধিক যুদ্ধের সময়ে শরনার্থী শিবিরে কাজ করেছেন ও এই অসম সাহসিকতা ও দৃঢ়তার পাঠ শুরু ছোটবেলা থেকেই ।
advertisement
5/6
দু'দিন প্রতিবেশী দেশের মাটিতে কাটালেও দেশের প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে একটি কথাও বলেননি তিনি । দু'দিন পরে পাক-সরকার তাঁকে দেশে ফেরত পাঠায় ।
advertisement
6/6
দেশে ফেরার পর তাঁর নিরাপত্তাজনিত কারণে পাক সীমান্তের পশ্চিম সেক্টরের এক গুরুত্বপূর্ণ বেসে পোস্টিং দেওয়া হয় তাঁকে । প্রসঙ্গত, অভিনন্দন বর্তমান একমাত্র জওয়ান যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন। আজ তাঁর জন্মদিনে, এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্য রইল শ্রদ্ধা ও শুভেচ্ছা ।