TRENDING:

Air Pollution: দিল্লির সঙ্গে এবার একই আসনে, আরও দুই শহর এখন 'বিষময়'! নামদুটো শুনলেই আঁতকে উঠবেন

Last Updated:
দীপাবলির পরের দিন সোমবার সকালে ‘সুইস গ্রুপের আইকিউ এআইআর’ এর সমীক্ষার রিপোর্ট উদ্বেগ বাড়ালো গোটা দেশের। যদিও দিল্লি শীর্ষে, তবে চলতি বছর এই তালিকায় নাম উঠেছে দেশের আরও দুই শহরের।
advertisement
1/6
দিল্লির সঙ্গে এবার একই আসনে, আরও দুই শহর এখন 'বিষময়'! নামদুটো শুনলেই আঁতকে উঠবেন
দীপাবলির পরের দিন সোমবার সকালে ‘সুইস গ্রুপের আইকিউ এআইআর’ এর সমীক্ষার রিপোর্ট উদ্বেগ বাড়ালো গোটা দেশের। যদিও দিল্লি শীর্ষে, তবে চলতি বছর এই তালিকায় নাম উঠেছে দেশের আরও দুই শহরের।
advertisement
2/6
‘সুইস গ্রুপের আইকিউ এআইআর’-এর সমীক্ষার রিপোর্ট অনুসারে দিল্লির ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ৪২০, যা 'বিপজ্জনক' বিভাগের আওতায় পড়ে।
advertisement
3/6
এবার সেই তালিকায় যোগ হল কলকাতা এবং মুম্বই। চতুর্থ স্থানে থাকা কলকাতার ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ১৯৬। যেখানে অষ্টম স্থানে থাকে মায়ানগরী মুম্বাই-এর ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ১৬৩ ।
advertisement
4/6
যদি ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ৪০০-৫০০-এর স্তরে থাকে তা সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে এবং বিভিন্ন রোগে আক্রান্তদের জন্য তা খুবই বিপজ্জনক। ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ১৫০-২০০-এর স্তর হাঁপানি, ফুসফুস এবং হার্টের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য অস্বস্তি নিয়ে আসে। ০-৫০ এর মাত্রা ভাল বলে মনে করা হয়।
advertisement
5/6
রবিবার, দীপাবলির রাতে নয়াদিল্লিতে ধোঁয়াশার একটি পুরু স্তর দেখা গেছে। মধ্যরাতে ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ৬৮০-এ ছুঁয়েছিল। প্রতি বছর কর্তৃপক্ষ রাজধানীতে আতশবাজির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু খুব কমই সেই নিষেধাজ্ঞাগুলি কার্যকর করতে দেখা যায়।
advertisement
6/6
দীপাবলির রাতে প্রতি বছরই আতশবাজির কারণে দূষণের মাত্রা বেড়ে যায়। তবে, দিল্লির পর কলকাতা এবং মুম্বইের দূষণ ইতিমধ্যেই উদ্বেগ বাড়াতে শুরু করেছে গোটা দেশ-এ।
বাংলা খবর/ছবি/দেশ/
Air Pollution: দিল্লির সঙ্গে এবার একই আসনে, আরও দুই শহর এখন 'বিষময়'! নামদুটো শুনলেই আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল