Air India Plane Crash Investigation: অন্তর্ঘাত নেই, তাহলে? কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানটি? সামনে এল বড় তথ্য, দেশ-বিদেশ থেকে শুরু তদন্ত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Air India Plane Crash Investigation: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্ব বাতিল। অন্তর্ঘাতের তত্ত্ব খারিজ করেছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। দুর্ঘটনাস্থল পরীক্ষা এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সির।
advertisement
1/7

কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমানটি? এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ কী? নানা মহলে নানারকম কারণ সামনে উঠে আসছে।
advertisement
2/7
তবে, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্ব বাতিল। অন্তর্ঘাতের তত্ত্ব খারিজ করেছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। দুর্ঘটনাস্থল পরীক্ষা এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সির।
advertisement
3/7
ঘটনার তদন্তে পৌঁছল এনআইএ ও এনএসজির দল। গুজরাত পুলিশকে তদন্তে সাহায্য করবে এনআইএ। স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছে, ফরেন্সিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
advertisement
4/7
প্রাথমিক তদন্তে অনুমান, বিমানের দুই ইঞ্জিনে জ্বালানি না পৌঁছনোর ফলেই অত্যধিক চাপ তৈরি হয়। তার ফলেই আগুন জ্বলে যায়, বিস্ফোরণে ভেঙে পড়ে গোটা বিমান।
advertisement
5/7
দ্য ইউ এস ন্যাশনাল ট্রান্সফরমেশন সেফটি বোর্ড (NTSB) তাঁদের তদন্তকারী দল পাঠাচ্ছে ভারতে। অসামরিক বিমান পরিবহণের মন্ত্রী একথা ঘোষণা করেছেন।
advertisement
6/7
দেহ শনাক্ত করতে ডিএনএ সংগ্রহই একমাত্র ভরসা। সিভিল হাসপাতালের মর্গে সারি সারি মৃতদেহ। বিস্ফোরণে মুখ এমন ঝলসে গিয়েছে যে কাউকে চেনা দায়। তাই ডিএনএ পরীক্ষা ছাড়া কোনও উপায় নেই দেহ শনাক্ত করার।
advertisement
7/7
এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের নীচে আরও দেহ থাকতে পারে, এই আশঙ্কায় চলছে তল্লাশি। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার (VT-ANB) বৃহস্পতিবার আহমেবাদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে।